স্বপ্ন-বসন্তের অপেক্ষা

ছাইরাছ হেলাল ৮ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, ১০:০২:৪৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

কল্পনা ও স্বপ্নের মাঝামাঝি বসন্ত উঁকি দেয়,
লুকানো অনুরাগে, হৃদয়-রসদের থলে হাতে,
সৌন্দর্য-আত্মায়।

বরাবরের মত অমৃত বা হলাহলের হাতছানি
শক্ত-পোক্ত চোয়ালে, চেখে, দেখে বুঝে নিতে চাই;
অবাধে বিলাবো, নেব কবিতার মত করে,
উড়ে যাব বন-পর্বতের নিশানায়,
শর্তহীন আশীর্বাদে;

হৃদয়-পাথরে বিশ্বাসের মুক্তো নেবো কি নেব-না
হাজার প্রশ্নবাণে বিদ্ধ হতে -হতে,
বসন্তের সরব-নীরব গুটি-বাজি, সে কিন্তু বুঝে ফেলেছি।

পরিণত নিস্তব্ধ-বসন্তের ঐশ্বরিক মধুর নিঃশ্বাসের অপেক্ষায়,
তেমন বসন্ত আমি/আমরা চাই-ই,
শীতের বিষাদ-মুক্তির দিনে।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ