প্রিয়,

সেদিন ছিল শরতের প্রথম মাসের শেষ দিন

শেষ দিনেই শুরুর বার্তা হস্তে এসেছিলে,

দাঁড়িয়ে ছিলে আমার প্রিয় দখিন দুয়ারে!

জানো,আমি আজো জানতে পারিনি-

তুমি সেদিন কী করে বুঝেছিলে?

দখিন দুয়ারই ছিল আমার প্রিয় স্থান!

দখিন দুয়ারেই ছিল আমার  নিত্য যাতায়াত!

 

একটু একটু করে খুব দ্রুতই-

নিজের দখলে নিলে আমার দখিন দুয়ার,

নিলে দখিনা বাতাসের স্পর্শ,

আর তার বিনিময়ে একমুঠো রঙিন স্বপ্ন-

এনে বসিয়ে দিলে আমার আঁখি পল্লবে!

 

আহ্! তারপর শুধু রঙ আর রঙ

যেনো রঙের ঝড় বইছে মন প্রাণ হৃদয় জুড়ে!

অদ্ভুত কী জানো! রঙ গুলো সব রক্তাক্ত ছিল

মেহেদী পাতার মতো লাল

কৃষ্ণচূড়ার মতো লাল

শিমুলের মতো  লাল

পলাশের মতো লাল

আহ্! শুধু লাল আর লাল

এতো এতো লাল রঙ এসে

আমার স্বপ্নের সাথে মিশে

রক্তাক্ত ক্ষত-বিক্ষত করে তুলেছে!

অতঃপর ভয়াবহ বিভৎস রূপ নিয়েছিল-

আমার স্বপ্ন গুলো!

জানো, এখন আর স্বপ্ন দেখি না

কল্পনায় তব সনে সংসার রচি না!

সেই শরতে শুরু এই শরতে এসে থেমে গেছে সব সবকিছু!

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ