রম্য চিঠি

সুরাইয়া পারভীন ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার, ০৯:৫৯:২০অপরাহ্ন চিঠি ১৭ মন্তব্য

প্রিয় সুদর্শনা,

শ্রেয়সী তুমিই আমার প্রেয়সী একথা জানার পরও তোমার অমন গোমড়ামুখী নির্বিকার নিরুত্তর আচরণের আমি মর্মান্তিক মর্মাহত। তোমার ঐ সুন্দর চেহারার ভিতরে পাথরের মতো শক্ত হৃদয়টা আমার তুমুল ভালোবাসার ঝড়ে একটুও নড়েনি জেনে আমি ভীষণ সংশয়ে আছি 'তুমি কি সত্যিই রক্ত মাংসের তৈরি মানবী নাকি শক্ত কংক্রিটের তৈরি নারী মূর্তি!' তোমারই মতো তোমার মনটাও নিশ্চয়ই ক্যাকটাসের তৈরি!

 

আমারই ভুল হয়েছে তোমাকে ভালোবেসে শ্রেয়সী, প্রেয়সী বলে ডাকা। আসলে তোমার নাম দেওয়া উচিত রাগিনী যোগিনী কিংবা ডাকিনী! যে নির্বিচারে অন্যের মন ডাকাতি করে নিয়ে এমন নির্বিকার থাকতে পারে তার জন্য ডাকিনীই যথার্থ নাম। 

 

এই চিঠি পড়ার পর আমার ঘাড়ে মস্তক থাকবে কি না সে নিয়েও বেশ সংশয়ে আছি! যদি না থাকে তাতেও আমার বিন্দুমাত্র ভয় নাই জেনে রাখো। তোমার মতো জেদি রাগি বদমেজাজি মেয়েকে কোন দুঃখে ভালোবাসতে গেলাম সেটা ভাবতে ভাবতেই চলে যায় রাতের পর রাত তবুও ভেবে পাই না কেনো এর উত্তর। ডাকিনী এতো নিষ্ঠুর পাষাণী কেনো তুমি হ্যাঁ? মায়াদয়াহীন বেরসিক কাঠখোট্টা টাইপের নারী তুমি। আজ এ পর্যন্তই থাক। এই চিঠি পাঠের পর ঘাড়ে মস্তক থাকে যদি তবে আবার লিখবো।

ভালো থেকো

ইতি 

নাম প্রকাশে অনিচ্ছুক

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ