সনাতন ধর্মের লোকজন বলতেই পারেন : ' ইসলাম ধর্মের আল্লাহু লেখাটা এসেছে আমাদের ধর্মের প্রধান প্রতীক ত্রিশুল থেকে । ইসলাম ধর্মের প্রচলন আমাদের ধর্মের অনেক পরে হয়েছে ।'
আবার ইসলাম ধর্মের অনুসারীরা বলতে পারেন : ' আল্লাহ্‌ সব কিছু সৃষ্টির প্রথমেই নির্ধারিত করে রেখেছেন , সনাতনীরা আল্লাহ্‌র নাম ছিনাতাই করে কিছুটা রুপান্তর করে ত্রিশুল বানিয়েছে ।'

সাম্প্রদায়ীক দাঙ্গা বাঁধিয়ে একে অপরের প্রধান সিম্বল ভেঙ্গে গুড়িয়ে দিতে পারেন , পারেন পদদলিত করতে । করুণ সমস্যা নেই - সেই ঘৃণা যেন সীমাবদ্ধ থাকে ধর্মীয় উম্মাদদের মাঝে । সাধারন মানুষ , যারা যার যার প্রধান সিম্বল নিয়ে সন্তষ্ট , তাঁদেরকে শান্তিতে থাকতে দিন ।

একজন মুসলিমের  কাছে আল্লাহু লেখাটা অনেক বড় , এতেই সাধারন মুসলমানরা  সন্তষ্ট । " ত্রিশুল খুব নিকৃষ্ট "  এমন চিন্তার  কোন দরকার নেই । কারন ত্রিশুল সিম্বলটা  সাধারন  মুসলিমগন নিবেন না ।
ঠিক তেমনি , ত্রিশুল একজন সাধারন হিন্দুর কাছে অনেক বড় , এতেই তিনি সন্তষ্ট , আল্লাহু লেখাটি খুব খারাপ , এমন চিন্তার তাঁর প্রয়োজন নেই , কারন আল্লাহু লেখাটা তিনি নিবেন না ।


শিখদের ধর্মীয় প্রধান সিম্বলও প্রায় একই ধরনের । একটু নক্সা করা । শিল্পীরা একটি অক্ষরকে বিভিন্ন ভাবেই আঁকতে পারেন ।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ