হতভাগ্য কবি

মাঝে মাঝে নিজের কথা খুব বলতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে একজন অসামাজিক মানুষের বারবার হেরে যাওয়ার গল্প কিন্তু একা রাস্তায় মাঝ রাতে যখন হাঁটি মাঝে মাঝে চোখ হঠাৎই চলে যায় আকাশে তখন মনে হয় জীবনটা আসলেই বেশি জোশ আর জীবনে বেঁচে থাকার জন্য কোনো গল্পের প্রয়োজন নেই। জীবনকে ছেড়ে যাওয়ার জন্য কোনো স্বপ্নের দরকার নেই।
-------------------------------------------------------------------------
""আমার উইল""
যদি শোন আমার আমি আর নেই,আমার মৃত্যু হয়েছে
খবরদার বলছি!,আমাকে দেখতে আসবে না,
দেখতে আসলেও দূর থেকে দেখবে, কাছে আসবে না।
তাও যদি কাছে চলে আসো খেয়াল রাখবে-
আমার গায়ে যেন তোমার চোখের অশ্রু ফোঁটা না পড়ে,
আমি মৃত্যু পরবর্তী বাকী সময়টা পবিত্র থাকতে চাই ।।

© হতভাগ্য কবি
(পৃথিবীর একমাত্র মানুষ যে নিজের মৃত্যু তারিখ, সাল, মাস জানে)

  • নিবন্ধন করেছেনঃ ১০ বছর ১০ মাস ১৯ দিন আগে
  • পোস্ট লিখেছেনঃ ০টি
  • মন্তব্য করেছেনঃ ২৬৯টি
  • মন্তব্য পেয়েছেনঃ ০টি

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

কোনো পোস্ট নেই!

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ