নিহত গোলাপ (অরুনি মায়া, আপনাকে)

পারভীন সুলতানা ৩ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ১১:৫৪:০৫পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

যেদিন খুব কাছে এলে,
একান্ত সংগোপনে দিলে একটি লাল গোলাপ,
বুঝলাম কষ্টের বীজ রোপিত হল ।
জানলাম আজ হতে কষ্টের মুল ,
শাখা প্রশাখায় বিস্তৃত হবে আমার হৃদয়;
আর তাই খুব সযতনে গুঁজে দিলাম খোঁপায় ।
বিসর্জন করতে চেয়েও করিনি তায়
কেননা কষ্টের বীজ উর্বর মাটিতে করে সফল বিস্তার।
কষ্টের বৃক্ষ বড় উর্বর
ফুলে ফলে শাখা প্রশাখায় ছেয়ে যায় জীবন অনন্তর।
ভাবলাম খোঁপা থেকে খসে পড়ুক
নাহয় ক্ষণিক প্রভায় ধুসর আকাশে হউক নক্ষত্রসুখ ।
পূর্ণিমার অঝোর ধারায়,
প্লাবিত হবে উঠোন , বাড়ি আর প্রেমিক চোখ ।
স্বপ্ন দেখাবে, কবির কবিতায় অলীক বাসর শয্যায়
তবুও তা হউক সুখ, ক্ষণ প্রজ্জলিত তারায় ।
বুকের অন্ধকারে , রক্তে যখন দুর্গন্ধ পচন
তখনও হৃদয় প্রোথিত কবেকার কষ্টের মুল
হাতে ধরে দেয়, রক্ত উপচানো গোলাপ ফুল।
২/০২/১৬

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ