পতঙ্গ পাখি সন্যাসি ভালোবাসা

পারভীন সুলতানা ৯ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ১০:৪৯:৫৬পূর্বাহ্ন বিবিধ ১০ মন্তব্য

সারারাত একটা মোমবাতি জ্বলছিল
মরমে মরমে কান্নায় ভেঙ্গে পড়ছিল
সারাক্ষণ বিন্দু বিন্দু অশ্রু ঝরে পড়ল ।
অনাদি চাঁদ একটা পাখিকে পাঠিয়ে দিল
দূর ডালে পাখি সারারাত বসে থাকল।
একটা পতঙ্গ কি মনে করে কাছে এল,
চাঁদ দেখল, একটা পতঙ্গ প্রেমে মরে গেল
পাখিটা উড়ে এল, পতঙ্গটা খুটে খেল ।
০৯/০২/১৫
10402984_10206938012221821_7448236560370763073_n
আমি সন্ন্যাসী হব,
সন্ন্যাসী হয়ে একে অপরের দিকে চেয়ে রব ।
চোখ দেখবে চোখেই ভালবাসা ,
ভালবাসার নিরন্তর বসবাস
বাকিটা সিগারেটের ধুঁয়া আর বাতাস।
ধুয়ার খানিকটা ঢুকেছে অনন্তর বক্ষ পিঞ্জর
আর তাই সেখানেই জ্বলে ধিকি ধিকি নিত্য অঙ্গার ।
আমি সন্নাসী হব,
সন্নাসী হয়ে পাখি হয় উড়ে যাব ।
বাতাসের বুক চিড়ে ঝরবে সবুজ পাতা
সেখানেও লিখা ভালোবাসার কাব্যকথা ।
আমি সন্নাসী হব,
সন্নাসি হয়ে অতল জলে ডুব দেব ।
সেখানেও মাছকন্যা ভাসায় এক কাগুজে নৌকা
ভাঁজে আর পরতে পরতে যার প্রেমকাব্য লেখা ।
০৯/০২/২০১৫

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ