মরার আগে মরে বসি

আলমগীর সরকার লিটন ৫ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ১০:৪৮:২০পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

ইদানিং কেমন আমি হইয়া গেছি
মরার আগে মরে বসি-
মরার বেটা আজরাইল সময়ে মতো আসে না
অসময়ে করে শুধু তালবাহানা-
ভয়ের কথা বললেও আজরাইল শুনে না
কেমন করে খাঁচা ছিড়ে মন পাখিটারে
নিয়ে যাবে কোন সে দেশে-
কোন সে দূরে- কেউ ত জানে না।

কেমন করে মরার বেটা আজরাইল
আসবে বল- ভয়ে ভয়ে ভয়ে কাঁপে দেহ বুক-
অসুখে বুঝা যায় কতখানি সুখ
ও দরদিয়ার ঝর ঝর অথৈ নদীতের জল-
দেখিতে পাই না তার মুখ টলমল!
ও মরার বেটা আজরাইল কয়া যাও
কেমন করে দেখবো তার মুখ-
নয়ন আয়নায় আমার ছবি কথা কয় না!
আমি মরার আগে- মরে বসি।

২১ ভাদ্র ১৪২৬, ০৫ সেপ্টেম্বর ২০
------------------------------------

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ