মধ্যবিত্ত

সামশুল মাওলা হৃদয় ১৪ অক্টোবর ২০২০, বুধবার, ০৩:৪১:২৬অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

আমি বহু পথ, হেঁটে ছুটে চলেছি

নিজের স্বপ্ন পূরণে উদ্দেশ্য।

আমি মধ্যবিত্ত।

 

সকালের রোদ্রময়,ঘাম জড়ানো রোদে,

বিকালে মৃধময় রোদ্রে

অনবরত ছুটে চলতে

হয় নিজের স্বপ্ন পূরণে।

 

কারণ আমি যে মধ্যবিত্ত।

 

ক্ষুধার ক্রোধে রগগুলো ফুলে উঠে যখন-

পকেটে দিকে তাকিয়ে,

ক্ষুধা নিবারণ করি না আমি।

টাকা নেই, খাবার কি জিনিস তা জানি না আমি!

আমি মধ্যবিত্ত।

 

নিত্য দিনে খেলা করে কতশত কল্পনা।

মরুবাস্তবতায় মন আল্পনা আঁকে কত;

ধুলোবালি  মুছে যায় সে আবার,হয়ে যায় নিশ্চিহ্ন।

 

তিনচাকাওয়ালা রিকশা চলছে ঘোমটা দিয়ে,

আমার স্বপ্নগুলো জমেছে ওই ঘোমটায়,

পাশে বসা এক রুপসী সুন্দরী,

অপরুপা ওই সুন্দরীটা শুধুই স্বপ্ন।

সে স্বপ্ন-

যত্ন করে রাখার সামর্থ্য নেই আমার।

কারণ আমি যে মধ্যবিত্ত।

বারেবারে ফিরে আসি তাই তপ্ত পিচে হাঁটায়!

 

আমার বাবা-

দারিদ্র্যের থাবাগ্রস্থ এক ফেরিওয়ালা,

প্যাডেলের জোরে নিত্য পথচলা তার।

ছেলে পড়ালেখা করে একদিন মানুষ হবে,বড় চাকরি করবে।

পরিবারে দুঃখ কষ্ট গুলো একদিন মুচিয়ে সবার মুখে হাসি তুলবে এই তার স্বপ্ন।

জঘন্য এ স্বপ্ন পূরণের জন্য-

তার রক্তগুলো পানির করে ফেলতে হয়।

কোনো এক রৌদ্রময় দুপুরে,

তার অবিরত হাঁকে তৃষ্ণার্ত।

সে তৃষ্ণার্ত না মিটিয়ে

আবার ছুটে চলে স্বপ্নবোনাতে,

গোনা থামে না প্রহর-

আমার স্বপ্নের কারিগর বাবার।

অথচ,প্রতিটা প্রহরই অনিঃশেষ যন্ত্রণাময়-

ক্ষয় করে দেয় ভেতরটা।

কারণ আমরা যে মধ্যবিত্ত।

 

নিত্য দিনে কত কিপ্টামি করে চলতে হয় আমাকে,

এশহরে ধুলোবালি তার স্বাক্ষী।

নিত্য দিনে কত শত মিথ্যায় আশ্রয় নিতে হয় আমাকে,

সৃষ্টিকর্তা তার স্বাক্ষী।

দিন শেষে আমি গুণতে থাকি

পরের দিনগুলো কিভাবে চলব।

রাতে আধার অন্ধকার এসে ভাবতে থাকি,

সামান্য টাকা দিয়ে পরিবারে কিভাবে হাঁসি ফুটানো যায়।

 

কারণ আমি যে মধ্যবিত্ত।

 

কঠিন বাস্তবতা মেনে দিন শেষে এগিয়ে যেতে হয়,

আমার মত হাজারো মধ্যবিত্তদের।

 

সৃষ্টিকতা জানে,আমার সেই জ্বালাময় কল্পনার কথা,

দপ করে জ্বলে উঠে, আবার নিভিয়ে যায়।

কারণ আমি যে মধ্যবিত্ত।

 

এই নগর শহরে প্রতিটি আঁকাবাঁকা রাস্তার  পদক্ষেপে বাঁধা

আর সংঘাত পেরোতে পেরোতে,

আমার সুখ’ নামক শব্দটা

প্রায় বিলুপ্ত।

আমি মধ্যবিত্ত।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ