শেষ দেখার ডায়রি

হালিমা আক্তার ২৮ ফেব্রুয়ারি ২০২২, সোমবার, ১২:১৬:০২পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

আচ্ছা তোর সাথে আমার
শেষ দেখা,
সেই শেষ বিকেলের
কথা মনে পড়ে
খুব সুন্দর দেখাচ্ছিল তোকে
মনে হচ্ছিল
শরতের কাশফুল ছুঁয়ে আছে তোকে।

তোর খোলা চুলে বেলী ফুলের সুবাস
আজো অনুভবের বাঁশরী বাজায়,
কপোল ছুঁয়ে যাওয়া কালো কেশ
ইচ্ছে করছিলো ছুঁয়ে দিতে,
পাছে গোধূলির আবির মাখা
রাঙা ওই সলাজ মুখে
শ্রাবনের মেঘ এসে বৃষ্টি ঝরে।

আচ্ছা তুই তো কখনো টিপ দিস না
সেদিন কেন দিয়েছিলি
শেষ দেখা বলে?
ঘুর্ণাক্ষরে বুঝতে দিলি না
ওটা ই তোর সাথে শেষ দেখা,
সেদিন খুব তাড়া ছিল তোর
বারবার যাই যাই বলছিলি
প্রতিদিনের মতো কেন বললি না - আসি
তুই কি জানতিস আর দেখা হবে না।

তোর কাজল কালো আঁখি দুটি
কি যেন বলতে চেয়েছিল
যা শোনা হয়নি আজো,
তোর মায়াবী চোখের অনলে
মম হৃদয় পুড়ে পুড়ে হয়েছে ভস্ম।

কি করে ভালবাসতে হয়
তোর কাছে শিখেছিলাম,
হাতে হাত ধরে চলা
তোর কাছে আদর্শ লিপির পাঠ নেয়া।

সেদিন যদি বুঝতে পারতাম

আর আসবিনা ফিরে, বিশ্বাস কর
সুনামি বয়ে গেলেও ছাড়তাম না তোকে।
রাতে বাসায় ফিরে তোকে কল দিলাম
তুই একটিবারের জন্যেও ধরলিনা ফোনটাকে
রাগের চোটে ফোনটা রাখলাম বন্ধ করে।

তোর না ফিরে আসার গল্প যখন জানলাম
তখন অনেক দেরি হয়ে গেছে,
আরেকটিবার দেখা হলো না তোর সাথে।

কতদিন বলেছি দেখেশুনে
সাবধানে রাস্তা পার হবি,
কখনো শুনিস নি আমার কথা
তোর ভুলের দায় আজ আমার একা।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ