চোখ

সামশুল মাওলা হৃদয় ২০ নভেম্বর ২০২০, শুক্রবার, ০৮:৪৩:১২অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

মহিমা তোমার চোখ দুটি যেনো চোখ নয়

চোখ দুটি যেনো সুখ তারা।

চোখের পলকো দেখে হয়ে গেছি দিশেহারা ;

ভ্রু দুটি কাজলের কালিতে ঢাকা

মন কেড়ে নিয়ে

আমাকে করলে দিশেহারা।

আঁখির কৃষ্ণ পত্র তোমার

অভ্রে কাজল মেঘের যেন দ্বার ;

নহে ছোট নহে ডাগর

চোখের দৃষ্টি যেন সুখ গহবর।

দেখিয়ে ফেরাতে পারিনি

মোর চোখের দৃষ্টি ;

তোমার চোখ যেনো চোখ নয়

বড় মায়াবী চমৎকার।

ঐ চোখ লুকিয়ে এতই যাতনা

ছিলনা মোর কল্পনা ;

কাজলের কালিতে ডাকা চোখ দুটি

কেড়ে নিয়েছে মোর সবি।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ