শবে বরাতে চাওয়া

সামশুল মাওলা হৃদয় ২৯ মার্চ ২০২১, সোমবার, ১০:০৩:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য

শবে বরাত মানে মুক্তির রাত। শবে বরাত মানে গুনাহ মাপের রাত। শবে বরাত মানে আল্লাহ কাছে কিছু চাওয়া রাত।

গত বছর এই  শবে বরাত রাতে, বিশ রাকাত  নামাজ  আদায় করে আল্লাহ নিকট খুব প্রার্থনা করে তোমাকে চেয়েছিলাম।

জামাতের এত হাজার ভীরে মানুষের মধ্য অশ্রু ঝরে তোমাকে চাইতে পারবো না বলে একা একা বাসায় এসে মোনাজাতে খুব অশ্রু ঝরে তোমাকে চেয়েছি।

আচ্ছা বলতো,এই শবেবরাত রাত একটা ছেলে কতটা ভালোবাসলে নিজের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি  মোনাজাত আল্লাহ নিকট তার প্রিয় মানুষটিকে  চায়?

আজ সে শবেবরাত।

বছরটা টা ঘুরে আসলো,এক বছরে এই বিশেষ রাতে জামাতের সাথে নামাজ আদায় করার মধ্যে হঠাৎ চোখ থেকে অশ্রু ঝড়ে পড়ল,তোমার স্মৃতি চারণ মনে পড়ে।এই কেমন ভালোবাসা আমার জানা নেই।

আট রাকাত শবে বরাত নামাজ, জামাতের সাথে আদায় করার পর, বিশ্বাস করো আর এক মূহুর্তে দাড়িয়ে থাকি নামাজ আদায় করা আমার পক্ষে সম্ভব হয়নি।

কারণ আমি পুরুষ মানুষ,যেখানে সেখানে আমি অশ্রু ঝড়াতে পারি না।লোক সমাজে সামনে আমার অশ্রু ঝড়ানো মানায় না।তাই আর এক রাকাত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি নাই।

শুনেছি,চাওয়া গুলো পবিত্র হলে- স্বপ্ন গুলো একদিন পূরণ হয়।আচ্ছা তুমি বলো?নামাজ মধ্যে, বিশেষ রাতে,কোরআন তেলওয়াতে মধ্যে হঠাৎ করে গভীর মন থেকে তোমাকে চাওয়া এটা কি পবিত্র সম্পর্ক নাহ?

 

 

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ