ভালোবাসুক কেউ বলতে আসি নাই

নাজমুল হুদা ১৭ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৯:৫৩:১০পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

আজ আমায় ভালোবাসুক কেউ বলতে আসি নাই;
আমি আজ বলতে এসেছি তোমাদের মতো করে
অভিজাত এলাকায় এক ভালোবাসার গল্প বলতে
ঝড়ের রাতে বাতির আলোয় জ্বলে যখন উষ্ণ প্রেম
ঝিঁ ঝিঁ পোকার কর্কশ গলায় যখন ভয়ের আতংক
তখন তোমাদের ভালোবাসি বলার অধিকার নাই
তুমি সেদিন কাউকে ভালোবাসি বলতে এসো না।

আজ আমায় ভালোবাসুক কেউ বলতে আসি নাই;
এক স্পর্শ না পাওয়ার ব্যথায় যখন ছটফট করো
আধো আলো ঘরে যখন একাকী চোখ বর্ষণ করো
কপালে আলতো চুমুর খেয়ালে যখন শিউরে উঠো
তখন তোমাদের ভালোবাসি বলার অধিকার নাই
তুমি সেদিন কাউকে ভালোবাসি বলতে এসো না।

আজ আমায় ভালোবাসুক কেউ বলতে আসি নাই;
জামার অবাধ্য বোতাম শাসাতে যখন টেনে তুলো
মানুষের শূন্যতায় যখন শুধু আরেক মানুষ বুঝো
বদ্ধ ঘরে একাকীত্বের সংলাপে যখন কেঁদে উঠো
তখন তোমাদের ভালোবাসি বলার অধিকার নাই
তুমি সেদিন কাউকে ভালোবাসি বলতে এসো না।

আজ আমায় ভালোবাসুক কেউ বলতে আসি নাই;
আমি বলতে এসেছি তোমার চোখে চোখ রেখে
ব্যস্ততা পরস্পরের বাড়তে থাকে মাকড়সার জালে
চুমুর সংকটে চায়ের কাপে ব্যস্ত সুখের ধোঁয়া উঠে
তখন একবার নয়; বারবার কানে কানে বলে দিও-
প্রয়োজনে ভালোবাসি আবেগে হুল ফুটানোর মতো
প্রয়োজনে ভালোবাসি সময়ে উল্টে খাওয়ার মতো

নেত্রকোণা, ময়মনসিংহ।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ