বেহায়া বৃষ্টি

সুরাইয়া পারভীন ২৪ অক্টোবর ২০২০, শনিবার, ১০:০৫:৪৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

 

ঝিরঝির বৃষ্টিস্নাত হেমন্তের এই রাতে
শিরশির বাতাসের শীতল স্পর্শে-
কাঁপা কাঁপা এই আমি'কে উষ্ণ করতে
তোমার বুকের তাপে নাও মিশিয়ে!
উম দাও শক্ত করে জড়িয়ে মোরে!
ওহে প্রিয়, প্রিয়জন!

মুড়িয়েছি কাঁথা কম্বল-
তবুও যে থামছে না কাঁপন
কী জানি কি হবে এখন?
এই দুঃসময়ে শুধু তোমাকেই প্রয়োজন।
ওহে প্রিয়, প্রিয়জন!

হেমন্তের এই অপ্রত্যাশিত অযাচিত-
বেহায় বৃষ্টির আদ্র স্পর্শে; মরি মরি শীতের কোপে।
হায় বেঘোরে প্রাণ বুঝি যায়!
কী জানি  কি হবে এখন!
এই দুঃসময়ে শুধু তোমাকেই প্রয়োজন
ওহে প্রিয়, প্রিয়জন!

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ