বান্ধবীর প্রেমকাসুন্দি

নীরা সাদীয়া ১৭ এপ্রিল ২০২০, শুক্রবার, ০২:৩৪:৩০অপরাহ্ন রম্য ২৮ মন্তব্য

অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তির আগে আমরা বেশ খানিকটা সময় পেয়েছিলাম। তখন বিসিএস কোচিং এ ভর্তি হই। মাথায় তখন পড়ার চিন্তা, চোখে বিসিএসের স্বপ্ন। কোচিং এ আমার সাথে ভর্তি হলো আরেক বান্ধবী। তখন সে নতুন নতুন ফেসবুক খুলল। ফেসবুক মানে তখন তার কাছে অচেনা এক সমুদ্র। কোথাও ঝিনুক, কোথাও পচা শামুক, কোনদিকে সে যাবে বুঝে উঠতে পারে না। এমন সময় গুন গুন করে ভ্রমরের পাখায় চড়ে এলো মিষ্টি প্রেম। ফেসবুকে কাকে না কাকে পেয়ে তার মাথায় চেপে বসলো ভূত।এই বুড়া বয়সেও কেউ প্রেমে পড়ে, তা দেখে আমি রীতিমতো অবাক! এবার আমার হলো মহাজ্বালা। রোজ নতুন নতুন বিষয় সে আমাকে জানায়, আমার মাথার তার সব ছিঁড়ে, নাটবল্টু উল্টে পাল্টে ঐগুলোর চিপাচাপা থেকে খুঁজে বের করতে হয় বুদ্ধি! তারপর ওনাকে দিতে হয় পরামর্শ। নিজে মাঠে না নামলেও মাথা খাটিয়ে ওনার জন্য আমাকে খেলতে হতো সাইকোলজিকাল গেম। এই যেমন একদিন বলে,

"দোস্ত, ছেলেটা আমাকে বলছে, আমি খুব ভালো মেয়ে। এর মানে কি রে? তার মানে আমাকে সে পছন্দ করে।"

আমি বুঝলাম না এর সাথে পছন্দ করার ঠিক কি সম্পর্ক? কিন্তু সে কিছুতেই মানবে না, এই ছেলে যে তাকে একটা খুব সাধারণ কথা বলেছে। এর মাঝে অন্য কিচ্ছু নেই। আরেকদিন বলে,

"দোস্ত, ছেলেটা বলছে সে যাকে পছন্দ করতো তাকে সরাসরি বলতে পারত না। এখন মেয়েটার বিয়ে হয়ে গেছে। তার মানে আমাকেও পছন্দ করে।কিন্তু সরাসরি বলতে পারে না!"

আমি দুটো ঘটনার মাঝে কোন মিল খুঁজে পাই না। সে ছেলেটাকে কোনদিন দেখেনি, চেনে না, জানে না। শুধুই ফেসবুকে পরিচয়। তাই নিয়ে এত মাতামাতি। যতই বোঝাই ফেসবুকের এসব বিষয়কে পাত্তা দিস না। তবুও সে মানে না। যাই হোক, কদিন কথা বলার পরই লাগে ঝগড়া। ঝগড়া লাগলেও সেই আবার আমার কাছে বুদ্ধি চায়। ঝগড়ার সময় বলা কথাগুলো ঠিক ছিলো কিনা তাও জানতে চায়। আমি তারানা হালিমের মত পরামর্শ দেই।

একটা সময় সে জানতে পারে ফেসবুকে ব্লক নামে একটা অপশন আছে। এবার আমাকে সে পাগল করে ফেলে,

:দোস্ত, ব্লক কিভাবে দেয়? ব্লক দিলে কি একজন অন্যজনকে দেখতে পাবে?

দিলাম শিখিয়ে।
:সাদী, আমি একে ব্লক দিসি, সেও আমাকে দিসে।

কেমনে কী?

:সাদী, আমি চাই যাকে ব্লক দিসি তার আইডিটায় গিয়ে তার পুরানা ম্যাসেজগুলো দেখতে। কিভাবে যাব?

দিলাম স্ক্রিনশট।

:দোস্ত, আমি যাকে ব্লক দিসি, তাকে আনব্লক করতে চাই।

দিলাম শিখিয়ে।

:দোস্ত ফোনে এমবি না থাকলে স্ক্রিনশট হবে?

আল্লাহ, আমি মাফ চাই!

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ