ছায়া

খাদিজাতুল কুবরা ১৪ মার্চ ২০২১, রবিবার, ০৬:২৩:৫২অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

টেরাকোটা চোখের চোরাকাঁটা চাহনিতে খুন হওয়া সেই আদিবাসী কন্যার রক্তাক্ত লাশটি খুঁজে পাওয়া যায়নি এখনও।

সাহেব তুমি খুশি তো!
কে তুমি হে ?
আমি ছায়া, ভয় নেই!
কেউ কিচ্ছু জানবেনা, তুমিই সেই সুচতুর প্রেমিক!
যে কিনা সন্তর্পণে চিলেকোঠায় লুকিয়ে রেখেছো তাকে অযত্নে!
পচন ধরবেনা জানি,
প্রেমের হিমাগারে সংরক্ষিত সে এখন বিভোর অনুভবের মরণ ঘুমে।

অপরদিকে তুমি__
বার্লিন সভ্যতায় নিজেকে পরিমার্জিত করে নিয়ে;
সুখ খুঁজে ফির বিলাসী সোনালি চুলের বাদামী জলপ্রপাতে।
মায়ার ছলনায় দোলে ভালোবাসা!
এসপারওসপার হয়না।
একদিন তোমারও ডাক পড়বে পূর্ব পরিচিত সেই ঘরে,
গোসল হবে, কাফন হবে, তারপর প্রতিবেশী হবো পাশের কফিনে,
মনে রবে কিনা জানিনা,
হয়তো অপরিহার্য পরিণতির অনুষঙ্গে কুশল বিনিময়ের সুবাদে আবারও চোখাচোখি হবে!
আদিবাসী মেয়ের হাসির প্রতিধ্বনিতে তোমার স্বরচিত মর্গের দেয়াল বিদীর্ণ হবে,
মেয়েটি টাল সামলে অস্ফুটে জানতে চাইবে!
সাহেব আপনি এখানে?

সেই কবে আমাকে মনের খেলায় বোকা বানিয়েছেন, রেডএলার্ট নিশানা আপনি ঠিকই জানতেন।
আপনিতো ভ্রমণ পিপাসু দক্ষ পর্যটক।
সাহেব!
আমার সমূহ বিপদ বুঝেও কেন বলেননি-
আর এগোতে পারবেনা বোকা মেয়ে!
নিজের সীমা অতিক্রম করোনা!
প্রাণ নিয়ে ফিরে যাও।
সাহেব!
নিউটনের তৃতীয় সূত্রের প্রভাবে আজ আমরা সংরক্ষিত এলাকার প্রতিবেশী।
কি অদ্ভুত তাই না সাহেব!

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ