নিয়মকানুন চুঙ্গে যাক

আলমগীর সরকার লিটন ১৪ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ১০:৩৪:১৩পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

কি অদ্ভুত! একে বারে কথা শোনলো না
উল্টো হাতের চর দেখালো- তারপর মিছিল
স্লোগান ধর- ধর- শালাকে মার- মার শালা;
জ্ঞানের আলো অন্ধ! এভাবে জীবন চলে,

নিয়মকানুন তৈরি করে নাকি সে! কাকে বুঝাতে
আসছো নিয়ম! হু সে তো কিল ঘুশি খাইবেই-
ধৈর্যের অগাত সাহসে কিল ঘুশি মারা থেকে
বিরত থাকলাম। তবুও জ্ঞানের আলো অন্ধ নয়,

ওভার ব্রীজের উঠা মানার নিয়মকানুন বন্ধ কয়
অন্ধওয়ালারা হেঁটেই যাক- যে, যার ইচ্ছে মত!
কখনো ভাবে না সে- নিভে যাবে পক্ষচর- তখন
এত জ্ঞান কি হবে, তোর নিয়মকানুন চুঙ্গেই থাক।

৩০ পৌষ ১৪২৬, ১৪ জানুয়ারি ২১

--------------------------------------

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ