দুই বাংলা দূরত্ব

সিকদার সাদ রহমান ২৬ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১১:৫৭:৫২পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

আমাদের মাঝে এখন দুই বাংলার দুরত্ব,
মনের মাঝে কোথাও কাঁটা তারের বেড়া,
কোথাও বিস্তৃত নদীর বাঁধ,
আবার কোথাও ঘন জংগল,
তার মধ্যে থাকে বিষধর সাপ!

কাছে আসার সাধ্য নেই,
দুইজনে দুই পারে করি জ্যোৎস্না বিলাস,
আমার পারে জ্যোৎস্নায় দেখি তুমি পাশে বসা,
কাঁধে এলিয়ে দেয়া মাথায়,
ছড়িয়ে পরা কেশরঞ্জনীর স্নিগ্ধ সুবাস।

তোমার পারে শুধু দেখো জোনাকি, গোল চাঁদ, নীল আকাশ।

দুই বাংলার দুই পারে চলে দুই শাসকের শাসন।
তোমার ঘরে নিয়ম যেটা
আমার অনিয়ম!

যে পূর্ণিমায় তোমার ঘরে শত তারার মেলা
আমার ঘরে ক্ষিপ্র চলে আমাবস্যার খেলা!

দুই বাংলায় মনের মাঝে চলে আবাসন
তুমি থাকো গয়া, কাসি
আমি বৃন্দাবন!

২৩-১২-২০১৯

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ