তুমিহীনা!

রোকসানা খন্দকার রুকু ২১ অক্টোবর ২০২০, বুধবার, ০২:৫৩:৪১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

আজ মনের আকাশ বিষন্নতায় ছেয়ে গেছে। হারিয়ে গেছে সোনারোদ! হবে তুমি আমার সোনা রোদ? গায়ে মাখব খুউব করে।

আকাশের চাঁদও বলেছে দেখা দেবে না তোমায় ছাড়া,আমি পথপানে চেয়ে আছি গো, আসবে তুমি উঠিয়ে দিতে!

শীতও আগেভাগেই হুমকি দিয়ে বসেছে, এবার নাকি মারবে শীতে খুউব, ওম দেবেনা তুমি ছাড়া।

বললাম- হিটার জ্বেলে নেব!  ও মা, তিরস্কারে ভেংচি, তুমি ছাড়া কেউ কিছুই দেবেনা।

তুমি কি চাও ওরা আমার সাথে এমনতর করুক? দিয়ে যেও একটু ওম আমি যে অল্পেই সুখী।

হেমন্তের শিশির সকাল সকাল জীভ দেখাল, উপহাসে বলে, একা কেন? সোহাগে ছুঁতে গেলাম, বাব্বা বলে কি- দুর হ মুখ পুড়ী।

তুমি এসে ওকে বকা দিও আর ছুঁয়ে দিও আমার হাতে হাত রেখে। এবেলায় না পারো যদি এস পরবেলায়, তোমাকে ছাড়া কি আমার চলে বল? তোমাকে যে আমার চাই ই চাই!

কারন জানোই তো-

তুমি ছাড়া বেলাশেষে সব আনন্দ মিছিল নেয় ছুটি, আঁকড়ে ধরে নিজেকে, একাকিত্বের অবগাহনে হই স্নাত। সব আছে কিন্তু কিছু নেই,দগদগে শূন্যতা!!!!!

ছবি- সংগ্রহ।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ