জয়িতা

বন্যা লিপি ৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ০১:০৩:২২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

দ্যায়নি কেউ ভাবতে-দেবেও না কেউ কখনো

আগল যা কিছু পোক্ত করে নিতে হয়;

নিরাপত্তা বা আশ্রয় দুর্বলের মত  খুঁজে  মরতে হয়, নির্লজ্জ্বতার সাইনবোর্ড টেনে। বিপরীতের বেড়া আজন্মাবধি নিয়মতান্ত্রিক  সিলমোহরে যুক্তিবাদী পকেটে ঠাঁসা: প্রয়োজন-অপ্রোয়জনের যথেচ্ছাচারিত ব্যাবহারে পৃথিবী আজ ভারাক্রান্ত।

খুব সাহজিক শব্দগাঁথা ছুঁড়ে দিলেই দাম্ভিক অহংকার পরিস্ফুট ;

প্রকাশ্য পৌরষত্বের দাবিদাওয়ায় শ্রেষ্ঠত্বের জারিজুড়ি প্রতিষ্ঠিত।

দ্যায়নি কেউ

দেবে না কেউ

সুনয়নী,সুশ্রী, তটিনী ,ষোড়শী, প্রৌঢ়,মধ্যাহ্ন পেরোনো সবুজাভ প্রতিকী জয়িতা আমি: অজস্র ভুলের দাবিদার আত্মপরিচিতায় ন্যুব্জ পিঠে হাজার অযুতের ভারবাহী বোঝা নিয়ে সামলে চলেছি মহা ধরাধামের নদী সমুদ্রের পুল সিরাত। স্যাঁতস্যাঁতে সাঁকোতে টালমাটাল পায়ের বেসামাল পদক্ষেপে হরদম জীবনমৃত্যুর খড়গ ঝুলে থাকে নিঃশ্বাসের  নাকের ডগায়।

এক আজন্ম জন্মখতিয়ানে অদৃশ্য দস্তখত রেখে রেখে সামলে যাচ্ছি গোটা একটা জীবনের পাওয়া না পাওয়ার হাড়ি বাসনের পঞ্চব্যাঞ্জন।

 

রোগ শোক জড়া অবসাদ বিষন্নতা মনখারাপের ফর্দ !   অন্যকারো:

সময় ব্যাতিরেকে ভুলে যেতে হয়..... কখনো মানুষ ছিলো কি এ জয়িতা?

দ্যায়নি কেউ ভাবতে

দেবে না কেউ ভাবতে......

তবু বেগুণী ফুলের উৎসব হয় বাৎসরিক ক্যালেন্ডারে....

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ