ছিনিমিনির বিলাসী জীবন

ছাইরাছ হেলাল ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার, ১০:০৩:৫৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

 

হেঁটে যাই

ছেঁড়া ছেঁড়া হয়ে ভেসে থাকা বাতাসে
অপেক্ষাগুলোকে অপেক্ষায় রেখেই
সময় বয়ে যায় ভবিষ্যতে,
ভারী হওয়া স্বপ্নগুলো ছিন্নভিন্ন শরীরে
হারিয়ে যায়, ছাপ চিহ্ন না রেখে,
চূর্ণবিচূর্ণ নুড়ির মত তদন্ত ছাড়াই;
ঠিকানা-বিহীন সীমান্ত-বাঁধুনি সীমা-হীনতায়
বিহ্বলতার দাগ ফেলে বারে বারে
অখ্যাত নদীর ঘাটে ঢেউয়ে ঢেউয়ে;
অবশিষ্টের মত হেঁটে যাই একাকী
হাঁটা পথ ধরে।

ছিনিমিনির জীবন

পালানোর পথ নেই জেনেই
আবার বাতাস বইয়ে দিচ্ছে কবিতা,
বেঁচে থাকা রোদের হাত বাড়িয়ে,
হাজারো শব্দে শব্দে একাকার
জীবনের উড়াল-পাখি কবিতার বেশে।
চিকন চিকন পাখিদের ডাকে খুঁজে পাব
পায়ের ছাপ, গানের কলি, ছিনিমিনি জীবনের
অন্তর্দোলায় তাড়িয়ে নেয়া আগুন খেলার মাঝে;

বিলাসী প্রকৃতি

নবতম প্রস্থে বুকের আয়না খুলে
বেঁচে থাকবো সোনার পালঙ্কে,
স্বেচ্ছায় দেখে নেব নেড়েচেড়ে
জীবনের বাহু-পাশ;

নির্ঘণ্টে মিলিয়ে নেবো
আকাঙ্ক্ষার অনন্ত-জীবন,
দূর অতীত পেছনে ফেলে।
ফাঁকিজুঁকির অন্তহীন খেলা
বিস্ময় মূর্তিতে আজ ও আঁকা
অন্তহীনের অন্ধকারে সুরেলা মেঘের কাছে
ইশারা রাখছি, একটুখানি হাসি-বৃষ্টির,
দ্বিধাহীন বিলাসী প্রকৃতিতে।

বিদ্রঃ আমার করা কিছু মন্তব্য সাজিয়ে গুছিয়ে নিলাম।

ছবি নেটের।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ