খোলস পাল্টিয়েছে সময়

নাজমুল হুদা ১৬ মে ২০২০, শনিবার, ১২:৫০:৩৬অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
দ্বিমুখী ধারাপাতে আমিই খুব পাকাপোক্ত;
মানুষ কখনও মানুষকে গুনতে পারে না
দেখে না কেউ ভিতরে তাঁতানো আগুন
কথার বুলডোজারে ভাঙচুর স্বপ্নবাড়ি
মানুষ এখন শিকল ভাঙার কারিগর
সেই থেকে আজ-
জানিনা-- শব্দে প্রচন্ড ক্ষোভ জমা রেখেছি,
উপেক্ষার তল্লাশিতে বহুবার
আটকানো মানুষ ছেড়ে গেছি বোবা দরজায়
দগ্ধ প্রাণের বিদায়ী সংবর্ধনা আমার- তোমাকে?
যদি পৃথিবী থেকে সাময়িক ছুটির মহড়ায়
অতীত ভুলে ফের প্রস্তুতি সম্পন্ন করতে গেলে
আবারও আসব আমি। পায়ের আলতা শুঁকতে
শুদ্ধতার আগুনে পুড়িয়ে প্রকাশ্যে প্রেমিক হতে
তোমার নাহয়- এরপর সরাসরি কারো বিছানায়।
মনে হলে খোঁজে নিও তুমি--
বিস্ফোরক শব্দে একটি বাক্য আমার
বিশ্বাসের ডেথ-সার্টিফিকেটে লিখে গেছি-
'আমিও মানুষ ছিলাম; ভিটামিন ছিঃ যুক্ত'
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ