খোঁজ

মুহাম্মদ শামসুল ইকরাম পিরু ৩০ নভেম্বর ২০১৪, রবিবার, ১২:৩০:১৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

মায়াদের হতে বিচ্ছিন্ন হয়ে দূরে বহুদূরে
একাকি পরিচিত সেই গাছের কোল ঘেঁষে বসে কথা বলা
এসেছো আজ আবার ? কেমন আছো ?
গাছের ঘ্রাণ, শীতল পরশ, দু একটি পাতা পরা গায়ের উপর
এভাবে শান্ত মন ।

সেই লিচু তলায় বড় নদীর কাছে কোন বিষণ্ন সময়ে
ছোট ছোট ইটের টুকরো পানিতে নিক্ষেপ
টুপ টুপ শব্দ যেন অভয় দেয়া
এভাবেও শান্ত মন।

এসবে তৃষ্ণা মেটেনা আর............

নিকট অতীতে যতদুর যাই ধীরে ধীরে
পালক গুলো খসে পরেছে শরীর থেকে
মায়া,আচ্ছন্নতা,ভালোলাগা, ভালোবাসার বর্ণিল পালকগুলো
প্রতি বাকে একটি একটি করে
দশ থেকে নয় আট সাত ছয়..........তিন দুই এক শূন্য।

এখন আর শরীরই থাকেনা
উধাও হয়ে যাচ্ছে হাত পা চোখ মাথা হূদপিণ্ড
পিছনে পরে থাকে এসব অবিন্যস্ত অতিক্রান্ত পথে
সামনে সীমাহীন পথ
শেষ প্রান্তে আলো দেখা যায় কী যায় না ।

একাকী নিঃসঙ্গতা
অদেখা অজানা কিছুর তৃষ্ণা


সারা রাত্র নৌকা বাইয়া
রাত পোহাইলে দেখি চাইয়া গো
যেই খানের নাও ............সেইখানেতেই আছে।

পারের নাগাল পাইবার আসে
চাহিয়া দেখি দু'পাশে গো
বালু চড়ে নাওখানা ঠেইকাছে...

ও বন্ধুরে ......কই রৈলা রে ...
তোমার আশায় চাইয়া আছি
কিনার পাইবার আশে
ও বন্ধুরে ...............

সোনা বন্ধুরে ............
আমি তোমার নাম লইয়া কান্দি .....

 

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ