ঘুণে কাটা স্বপ্ন থেকে পুরোনো ডায়েরির পাতা খুঁজি
খুব কাছ থেকে পোকার ঘ্রাণ নিই ।
দুপুরের কড়া রোদে দাঁড়িয়ে থাকি, পোকাগুলো তবুও ছেড়ে যায় না
আরও সেঁদিয়ে যায়... যেখানে আত্মার বাস,
নিঃসঙ্গ কষ্টেরা জবুথবু হয়ে দানা বাঁধে ।
পোকাগুলো দল বেঁধে আসে দৃঢ় প্রত্যয়ে, আমি অসহায়ের মত শুধু ক্ষয় দেখি
এরপর ধ্বংস ।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ