একটা প্রকান্ড বোঝার
মতন তার মাথায়
চেপে ধরল একাকীত্ব ।
সেই ভারে তার
ঘাড় নুয়ে এলো ,
সেই যন্ত্রনায় তার চোখে জল এলো ।

প্রথম দিকে বিষ্ময়কে গ্রাস করেছে নৈরাশ্য 🙂 ...

ক্ষনিকের মাঝে তার উপলব্ধি হল , সে বন্দী ।

নির্জনতার কঠিন কারাগারে তাকে চারদিকে ঘিরে রয়েছে ,,
মানুষ একাকী থাকতে পারে না , শূণ্যতার ভয়ে !!

বিশাল এই আকাশটির নিচে একটি মানুষ হাটুতে মুখ গুঁজে কাঁদছে ।

কান্না তো কারো প্রতি দৃষ্টি আকর্ষণের জন্যে ।
কিন্তু তাকে তো কেউ দেখছে না 🙂 ।

কিংবা তাকে শুধু
আকাশ দেখছে ,
বাতাস দেখছে ,
অরণ্য দেখছে ,
মিষ্টি কমলা দেখছে ,
বৃষ্টি দেখছে ,
সমুদ্র দেখছে ।।।

দুর থেকে আরো
দুরান্তরে ভেসে আসছে
সমুদ্রের মৃদ্যু শব্দ ।

মাঝে মাঝে মুখ তুলে শৃণ্য দৃষ্টিতে চেয়ে আছে সামনের দিকে 🙂 ।
তার মুখে অসম্ভব
যন্ত্রনার প্রতিচ্ছবি ।

প্রতিচ্ছবি দ্বীর্ঘ থেকে দ্বীর্ঘতর হচ্ছে ।
যন্ত্রনাগুলো বেড়ে বেড়ে
অসীম আকাশে নিয়তি চাইছে ।

কিসের প্রত্যাশায় ??

বড় অজানা ।।।।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ