বৃষ্টির দুঃখ

কৃষ্ণমানব ২৪ অক্টোবর ২০১৪, শুক্রবার, ১২:৩৬:৪৭অপরাহ্ন বিবিধ ২২ মন্তব্য

অনেক কিছুর মত এই কিছুটাও জমা থাক . . .

জমা থাক একলা রাতে,
জমা থাক চায়ের কাপে,
জমে থাক ঝরে পড়া পাতার সংগোপনে,
জমে থাক রাত জাগা নীল জোনাকির বুকে ।

জমে থাক মায়াবী চাঁদের স্নিগ্ধতায়,
জমে থাক স্বপ্নের অপরিপূর্ণ রঙ্গে ,
জমে থাক ধুসর আঁধারে ,
জমে থাক সচ্ছ ধ্রুবতারায় ।

জমে থাক একাকিত্বের ছোয়ায়,
জমে থাক শূণ্যতার বুকে ।
জমে থাক মরুভূমির বালুচরে ,
জমে থাক অসচ্ছ আয়নায় ।

জমে থাক অশরীরীর ছায়ায়,জমে থাক মেঘের মায়ায় !
জমে থাক দৃষ্টির নিরালায়,
জমে থাক সাদা আকাশে !!

জমে থাক দ্বীর্ঘশ্বাসে ,
জমে থাক নির্ঘুম ক্লান্ত চোখে,
জমে থাক কপালের টিপে, জমে থাক সিথীর সিদুরে,
জমে থাক বিষের উন্মুক্ত পাত্রে ।

অনেক কিছুর মত এই কিছুটাও জমিয়ে রেখো যত্ন করে আগলে রেখে ,,,,,

আমি একদিন .....
কোন একদিন ফেরত নিতে আসব ,,
শুধু ততোধিন তোমার কাছে জমা থাক আমার সমস্ত কিছু ।
সকল অভিমান . . . .

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ