এলোমেলো বৃষ্টি

কৃষ্ণমানব ২৬ অক্টোবর ২০১৪, রবিবার, ০৪:২০:৩৩পূর্বাহ্ন বিবিধ ২১ মন্তব্য

শুকিয়ে যাওয়া ঘুম ,
কুয়াশা ভোর ,,
দেয়ালের কানির্শে
বসা ধ্যানমগ্ন কাক,
পর্দা ছেড়া সুতো ।।

ছুটির দিনের আলসেমী,
মাসীমার সাত সকালের শাখ,
খোলা রাস্তায় রিকশায় টুংটাং,
দরজায় ফেরিওলার কড়া ।

কাঠবিড়ালীর লুকোচুরি ,
সাদা রঙ্গা চার দেয়াল ,
ভেজা সিমেন্টের
স্যাতস্যাতে বারান্দা ,
কোক বোতলে মানিপ্লেট ।

লাল সাদা ডোরকাটা ছাতা,
আষাঢ় মেঘের বৃষ্টিতে কাদা হয়ে বাসায় ফেরা,
মার চোখের কঠিন রাঙ্গানী,
বাবার পেছনে দৌড়ে লুকানো !

মেলা থেকে কেনা
খেলনা একাতারা,
গলা ছেড়ে বাউল গান,
ঘরের জানালা ঘেরা গোধুলী ,
আবার শেষ বিকেলের নিলির্প্ততা ।

কাজ শেষে আমার ঘরে ফেরা,
নিয়ম করে তোমার খবর নেয়া ,

অন্জনের রন্জনাও না,
নচিকেতার নীলান্জনাও না,
দিন শেষে তুমি সেই
এলোমেলো বৃষ্টি !!

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ