রাতের গল্প

ওয়ালিনা চৌধুরী অভি ১৫ নভেম্বর ২০১৪, শনিবার, ০২:৩১:৫৭অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

কিছু কিছু রাতে ঘুমাতে নেই,
হারিয়ে যায় মহেন্দ্রক্ষণ ।
পাশ ফিরে মুখ ঘুরিয়ে নেয় একমুঠো সুখ ।
বাঁধা পড়ে নিশীথে হাঁসফাঁস করে কিছু দুঃখ,
তরলতায় মিশতে থাকে অনুরাগ ।
রাত ফুরুলে , গল্পও ফুরালো ।
গাঁ জ্বালা রোদের আধিক্যে শুরু হলো শহুরে দিন ।
এদের উপর রাগ করেই কাঁথা মুড়ি দিলো,
আমার আরো একটি নির্ঘুম রাত ।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ