ব্যার্থতা

ওয়ালিনা চৌধুরী অভি ২ নভেম্বর ২০১৪, রবিবার, ১২:২৪:৩৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৮ মন্তব্য

প্রথম রাতের কুঁড়ি ফুল মাড়িয়ে গেলো সম্পর্ক
মেয়ে তুমি মানতে পারোনি ?
এ তোমার ব্যার্থতা।

সম্পর্কের বুনোটে ছিল অবিশ্বাসের মায়াজাল
মেয়ে তুমি বুঝতে পারোনি?
এ তোমার ব্যার্থতা।

শরীরের বন্ধনে দিবারাত্রি মিশে ছিল ঘুন পোকা
মেয়ে তুমি স্পর্শ পাওনি?
এ তোমার ব্যার্থতা।

গলার রগ ফুলিয়ে কেউ তোমার অস্তিত্বকে গালি দেয়...
এইতো ঠিক এখানেই, সেই আদিম সম্পর্কটা দাঁড়িয়ে ঠাই।
মুখে তার আজন্ম কুলুপ আঁটা
বুলি গুলো সে জঠরে ফেলে এসেছে জন্মলগ্নে...
সন্মুখে তার বিবস্ত্র ভালোবাসা
বিচার মেলে না।

মেয়ে তুমি প্রতিবাদী, এ তোমার গুন নয়...
নত হও, মেনে নিয়ে সকল ব্যার্থতা সফল হও।

কিন্তু না...
মেনে নিয়ে সকল দায়, মেয়েটি আজো প্রতিবাদী।
নিজের পুরো অস্তিত্ব বুকে জড়িয়ে সে আকাশ দেখে
খোলা আকাশ ।
কোল জুড়ে তার আজ নিজের রংধনু।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ