তোমাকে বলছি

অরণ্য ১৫ নভেম্বর ২০১৪, শনিবার, ০৫:৫৪:১৭অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৯ মন্তব্য

কতদিন পরে দেখা বলতে পার?
কত মাস, বছর, কত যুগ?
কিচ্ছু বলবে না!
তবে, এসেছো কেন এখানে?
আমাকেই বা ডাকলে কেন?
আমার মানিয়ে নেয়া তাল মেলানো জীবনে
আমি তো ভালই ছিলাম।
সবার পূর্ণতা নিয়ে
পৃথিবী কখনও চলেনি - চলেনা।
আমিও এই পৃথিবীরই একজন
অপূর্ণতা আমার থাকতেই পারে।
আচ্ছা, আমিই বা এসেছি কেন!
হ্যাঁ, পারিনি - তাই এসেছি।

তুমি কিছু বলছো না কেন?
একি! তুমি কাঁদছো!
তবে কি সেদিনে
সুখীর ভান করে ছিলে মাত্র?
নিজেরটা নিজের বুঝে নেয়া
সে স্বার্থপরতা নয়
সে তো তোমারই দায়িত্ব ছিল।
মহৎ হতে চেয়েছিলে সেদিন
বাহ্‌! হয়েছো কি আদৌ?
হত্যা করেও মহৎ হওয়া যায়
আত্মহত্যা করে নয়।

আমি এখন কাঙালপনা শিখেছি
আমি এখন বলতে পারি
আমি কতটা কাঙাল তোমার জন্যে।
লজ্জার মাথা খেয়ে আমি এখন
যে কাউকে বলতে শিখেছি
তুমি আমার। তুমি কেবল আমারই ছিলে।

এখনও তুমি নুপুর পায়ে? বেশ!
আমি এসেছি ফিরব না বলে।
যদি তাই' চাও
খুলে ফেল তোমার সভ্যতার শিকল
সকল আভরণ - আবরণ।
আমরাই না হয় জন্ম দেই আজ
নতুন সভ্যতার।

0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ