একটা ভাল গল্প বলো

অরণ্য ৮ মার্চ ২০১৭, বুধবার, ০৯:০৮:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৩ মন্তব্য

একটা ভাল গল্প বলো আমায়
যেখানে রাত আড়াইটায় তিন কুকুরে
আমাকে একা পেয়ে দেয়াল ঠাসা করে
ফের কি মনে করে
ফিরে যায় তারা।
একটা ভাল গল্প বলো।

একটা ভাল গল্প বলো
যেখানে স্রেফ একটা এপ্রোন
বাঁচিয়ে দেয় কোন তরুণীকে;
শিটি বাজিয়ে ঘিরে দাঁড়িয়েও
বখাটেরা ছেড়ে দেয় তাকে
হাতের ভাঁজে যে তার এপ্রোন রাখা!
এতো নষ্ট-ভ্রষ্টের মাঝেও
একটা ভাল গল্প বলো।

একটা ভাল গল্প বলো
যেখানে বেগুন বাড়ি বস্তির ছিনতাইকারীও
রাত বারোটায় ছেড়ে দেয় তার শিকারকে;
ধারালো চাকু বের করেই বলে ওঠে
"সরি! এ না আমাদের ডাক্তার ভাই!"
একটা ভাল গল্প বলো।

একটা ভাল গল্প বলো
যেখানে কোন এক বয়সী মহিলার ময়লা বস্তা
বয়ে নিয়ে যায় কোন এক মাঝবয়সী পুরুষ;
কুর্মিটোলা থেকে শ্যাওড়া পর্যন্ত
পার করে দেয় ফুটওভার ব্রিজ
সে যে আমার মায়েরই মত!
একটা ভাল গল্প বলো।

একটা ভাল গল্প বলো
যেখানে গা ঘেঁসে দাঁড়ানো লোকাল বাসেও
নারী-পুরুষ সমান দ্বন্দ্ব ভুলে
দাঁড়িয়ে থাকা রমণীর ভাঁজ না খুলে
দাঁড়িয়ে পড়ে কোন পুরুষ
তাকে বসাবে বলে
এযে তারই ছোট বোন!
একটা ভাল গল্প বলো।

একটা ভাল গল্প বলো
একটা ভাল গল্প বলো আমায়।
একটা।

0 Shares

৩৩টি মন্তব্য

  • ছাইরাছ হেলাল

    আচ্ছা, এখানে লেখক নারীবাদের মহত্ব প্রকাশ করার চেষ্টা করেছেন,
    জয়তু আমাদের মা-বোন ও অন্যরা।

    তবে দু’জন ডাক্তার (একজন নারী একজন পুরুষ) ঝালফ্রাই খাইয়েছে, নিশ্চিত!!

    • অরণ্য

      না, হেলাল ভাই। ৮ই মার্চকে নিয়ে বা কেবল মা-বোন বা অন্যরা নিয়ে এ লেখা নয়। তবে লেখায় চলে এসেছে এমন উদাহরণ এই আর কি! গল্প মানেই আমাদের কাছে যেন শুধু সমস্যা, প্রতারণা, দুর্ভোগ ইত্যাদি ইত্যাদি। আমি শুধু বলতে চেয়েছি আমরা অন্য গল্পও তো লিখতে পারি!
      আর কিছু নয়।
      ঝালফ্রাই এখনও মুখে লেগে আছে বুঝতে পারছি।
      ভাল থাকবেন।

  • জিসান শা ইকরাম

    এমন গল্প স্বপ্নে হয়ে আসে, বাস্তবে ইতিহাস।
    তারপরেও আমাদের আশার পালে হাওয়া লাগাতে চাই,
    যেন এমন গল্প গুলো আমাদের চারপাশে আসে।

    আশার বানী শোনানোর জন্য ধন্যবাদ আপনাকে
    আশা নিয়েই তো বেঁচে থাকি।

    শুভ কামনা।

    • শুন্য শুন্যালয়

      আমার তা মনে হয়নি। এর প্রত্যেকটা সত্য ঘটনা।
      বয়সী মহিলার ময়লার বস্তা পার করে দেয়া লোক অরণ্যই হবে, বোনের মতো একজন কে সিট ছেড়ে দেয়া সেও অরণ্যই। ছিনতাইকারী কিংবা কুকুর ছেড়ে দেয়া, হুম সেও মিল পাচ্ছি।
      এ আশার বানী নয়, সবই সত্যি।

      • অরণ্য

        শুন্য, আপনার দেখাটা অনেক সাহসী দেখা এবং তা অনেকটা তেমনই।
        হ্যাঁ, কুকুরে ঘটনায় ও মাঝবয়সী লোকটা অরণ্যই ছিল। বেগুন বাড়ির ডাক্তার আমার পরিচিত। ভদ্রলোক এখন সৌদিতে থাকেন। বাসের ঘটনাটা আমার সামনে ঘটা। ভদ্রলোকে পাশের লোক জিজ্ঞেস করেছিল মেয়েদের নির্ধারিত সিট তো আছেই আপনি কেন উঠলেন? পাশথেকে একজনের বিড়বিড়ানি “এতো সমান সমানে আবার সিট নিয়ে ভাবতে হবে কেন?” ভদ্রলোকে ছোট্ট উত্তর “ভাই, বাড়িতে আমারও বোন আছে”।
        এপ্রোনেরটায় কোন এক মহিলাকে আমি জিজ্ঞেস করেছিলাম উনি ডাক্তার নাহয়েও এপ্রোন সাথে রাখেন কেন। তার বিশ্বাসী উত্তর ছিল “এপ্রোন থাকলে ছেলেরা উত্যক্ত করে না। এপ্রোন সবাই পরে না”।
        ভালতেই বিশ্বাস রাখুন, ভাল থাকুন। (y)

      • শুন্য শুন্যালয়

        আগেও বলেছিলাম হয়তো আপনি বেশ পজিটিভ মনের। আগেও আপনার একটি কবিতা পড়েছিলাম তোমরা এমন কিছু কেন লেখোনা! সব আশার গল্প শেষ হয়ে যাচ্ছে কিনা জানিনা, তবে বাসে মেয়েদের জন্য কএকটি সিট রাখা আমার জন্যে খুবই অপমানের লাগে। এখানেও কিছু সিট রাখা হয় তবে সেটা ডিজেবলড, ওল্ড আর প্রেগন্যান্ট লেডিদের জন্য। মেয়েদের জন্য কেন সিট রাখতে হবে? আর বাসের মধ্যে নারীর সমান অধিকার চায় আবার সিট চায় এই বাক্য মনে করিয়ে দেয়ার কেউ না কেউ থাকেই, ঘেন্না হয় আমার।
        এপ্রোন এখন নারীদের জন্য ফাঁদ হয়ে যাবে খুব শীঘ্রই, কিছুদিন পরেই দেখবেন এপ্রোন পরা যে কেউ সবার কাছে মালে পরিনত হবে। আপনার ডাক্তার ভাই সৌভাগ্যবান।
        আপনি একজন বড় মনের মানুষ ছিলেন, এখনো আছেন তা আপনার লেখাতেই আছে।
        ভালো থাকবেন, আশার মধ্যেই থাকবেন। লেখাটি অনেক ভালো।

      • অরণ্য

        আপনাকে কি বলি তাই ভাবছি। বুলেট পয়েন্টে লিখি তাই বোধহয় ভাল হয়।
        – নাহ! আশার গল্প শেষ হয়ে যায় না। তবে নিরাশার গল্প বেড়ে গেলে সমাজ ধীরে ধীরে আশা করতে ভুলে যায়। আমি তাই মনে করি। আর মনে করি বলেই মাঝে মাঝে এরকম উল্টা-পাল্টা লেখা এসে যায়।
        – আমাদের সিটি সার্ভিসের বাসগুলোতে ৯টি নারী-শিশু-প্রতিবন্ধীদের সংরক্ষিত আসন আমিও ভালোভাবে নেইনা। অদ্ভুত ব্যাপার হলো যা আপনি অপছন্দ করছেন তাই কিনা আপনার পছন্দের কথা, ভালোলাগার কথা ভেবে নিয়ম তৈরি করছেন আমাদের জ্ঞানী মহল!
        – আমাদের বিভিন্ন দপ্তর বা অর্গানাইজেশন নানা অধিকারের কথা বলে নানা প্রোগ্রাম করে যাচ্ছেন ইস্যুটির ভিতরে পুরোটা না ঢুকেই। এটা একটা বড় সমস্যা বলেই আমার কাছে মনে হয়। আমরা কি করছি তার একটা ফর্দ তৈরি করছি যেন!
        – নাহ! এপ্রোন ফাঁদ হবে বলে আমি মনে করিনা। তবে একটা ভয় আছে বৈকি এত সার্টিফাইড ডাক্তার না শেষে ভারী হয়ে পড়ে নিজের কাছে এবং সমাজের কাছে!
        – মন বড় ছিল কিনা জানিনা। তবে ঐ যে আরবিসিতে অনেক স্পেস থাকে; কিন্তু নিউক্লিয়াস থাকে না! কিংবা নিউক্লিয়াস নেই বলেই তার এতো ক্ষমতা স্কুইজ করার !
        হ্যাঁ! আমি আশার মধ্যেই থাকি এবং থাকতে চাইও।
        ভাল থাকবেন।

      • জিসান শা ইকরাম

        @শুন্য শুন্যালয়, অরণ্য ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ তেমন নেই বললেই চলে। যা পরিচিতি তা সোনেলায় তার লেখার মধ্যমে এবং সোনেলা মিলন মেলার সামনা সামনি কয়েক ঘন্টার আলাপ। সামনা সামনি আলাপও হয়েছে সম্মিলিত ভাবে, একার সাথে নয়। একজন মানুষকে বুঝতে হলে কিছুটা সময়ের প্রয়োজন। আমিও হয়ত অরণ্য ভাইকে বুঝে যাবো আগত সময়ের সাথে সাথে। একই এলাকায় যখন থাকি, বুঝে নেবো।
        শুভ কামনা।

    • অরণ্য

      না জিসান ভাই; এ শুধু স্বপ্ন বা কল্পনা নয়। এগুলো সবই আমার দেখা বা শোনা একটা একটু এঁকে নেয়া। এগুলো সবই জীবনের টুকরো অংশু বলতে পারেন। আমাদের দেখার ব্যাপারটা একটু একটু করে আলাদা।
      ভাল থাকবেন জিসান ভাই। (y)

  • নীলাঞ্জনা নীলা

    অরণ্য তুমি কি জানো তোমার মতো অজস্র মানুষ যদি থাকতো, এই সমাজ অমানুষে ভরে যেতো না?
    কিন্তু অমানুষের সংখ্যাই বেশী রে ভাইয়া। মুখোশ পড়া মুখের ভীড়ে সত্যিকারের মানুষ যে কে কতোজনেই বা বোঝে!

    নিয়মিত লিখো। তোমার লেখার ভক্ত আমি জানো তো?

    • অরণ্য

      মজিবর ভাই, যা লিখেছি এগুলো ঘটেছে, ঘটছে এবং ঘটবে। অনেক খারাপের ভিড়ে ভাল গল্পগুলো চাপা পড়ে যাচ্ছে আমাদের জীবন থেকে। আমরা দেখতেই ভুলে যাচ্ছি। একটু মনে করিয়ে দেয়া; আর কিছু নয়।
      ভাল থাকবেন মজিবর ভাই। (y)

      • মোঃ মজিবর রহমান

        খারাপ খেতে, খারাপ করতে, খারাপ পড়তে আমরা অভ্যস্ত তাই আমরা খারাপের দিকে ঝুকে যাচ্ছি।
        সমাজে ভালর পরিমান বেশি হলে ভাল দিন কে দিন বাড়বে প্রত্যাশা করি।
        অরন্য ভাই।

      • অরণ্য

        ভাল সবসময় কম বলেই ভাল, মজিবর ভাই।
        আসলে আমি মাঝে মাঝে আমার ক্লান্তি ঝেড়ে ফেলি কিছু লিখে। আমি মোটেও লেখক নই। কিছু লিখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই এসব করি।
        ভাল থাকবেন মজিবর ভাই।
        ছবিটা এখনও ভালমত পাইনি। এ ছবিতে গোঁফ দেখতে পাচ্ছি মনে হচ্ছে? থাক এতো প্রোফাইল পিকচার না বদলানোই ভাল।
        (y)

  • মেহেরী তাজ

    ঘটনা গুলা কি সত্যি? হতে পারে। কারন কালোর পাশাপাশি ভালো তো আছেই।
    এই নিশ্চয় সেই একগাদা কালোর মাঝে সামান্য কিছু ভালো!

    ভাইয়া কেমন আছেন?

    • অরণ্য

      হুম! ঘটনারা সত্যি। তোকেও দেখি অবিশ্বাসে পাই। তা ভালো। অবিশ্বাসীরা যুক্তিবাদী হয়; যদিও মাঝে মাঝে এমনি যুক্তি খোঁজে। সে যাক অনেকদিন পরে এসেছি বলতে পারিস। তোর লেখা পড়ে ভাল লেগেছে। লিখিস। তোর লেখা ভাল। আসলে তোর দেখা ভাল।
      আমি আছি আমার মত। তোর ভাইয়াকে তুই চিনিসই।
      ভাল থাকিস। (y)

  • প্রহেলিকা

    লেখাটি গতকাল পড়েছিলাম। আশা দেখি নিরাশার ভিড়ে। যদিও সংবাদপত্রের পাতাদের পৃষ্ঠায় পৃষ্ঠায় আঁকা থাকে নষ্টগল্পগুলো তবুও আশাবাদী হই আমরা এমন লেখা পড়লে।

    নিয়মিত লিখছেন দেখে সত্যি আনন্দিত।

    • অরণ্য

      ধন্যবাদ প্রহেলিকা। আমার মনে হয় লেখা (আমরা যা পড়ি) তা আমাদের চরিত্রের উপরও ছাপ ফেলে। শুধু সমস্যা, খারাপ, ধোকাবাজি এসব আর বেশি নিতে ভাল লাগে না; যা আমার একান্তই ব্যক্তিগত।
      নিয়মিতভাবেই আমি অনেক কিছুতে অনিয়মিত। আর সেটাই আমি। হাসি পাচ্ছে আপনার?
      ভাল থাকবেন। প্রহেলিকা নামের এক ভদ্রলোকের লেখা আমি পড়ি।
      (y)

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ