স্বগত

অরণ্য ১৬ ডিসেম্বর ২০১৫, বুধবার, ০৪:১৯:৩৫অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১২ মন্তব্য

আমারও কিছু করার আছে
অনেক কিছুই বাকি!
আমি শালা কোন ‘বোকাচো’ এক
হুদাই! নিজেকে দিয়েছি ফাকি।
‘ছয়’-এ যে তোকে যেতেই হবে
কে বলেছে তোকে, কোন ভাই?
‘তিন’-ও ঠিক ঠিক মহাখালীই যায়
ভাবছিস শালা ছাই।
তিন-ছয় শালা বাদও দিস যদি
টেম্পু, ‘সাতাশ’-ও কাছে;
বাস না পেলে শালা ওপারে যা তুই
দেখ, রিক্সা দাঁড়িয়ে আছে।
এসবও শালা ঝেড়ে ফেলে দে
অন্য কিছুও ভাব।
পাবলিকেই কেন ভাবছিস জীবন
বদলা না তোর স্বভাব!
মহাখালীইবা তোর এতো প্রয়োজন কেন
আগারগাঁ গেলেও তো পারিস
খুব প্রয়োজনে না গিয়েও সেখানে
মেইল-ফোনে কাজ সারিস।
ভাবছিসই যদি, তবে এতো ছোট কেন?
ভাব না বহুদূর!
বিশ্বাসই তোকে চিনিয়ে দেবে
নিয়ে যাবে অচিনপুর।
...

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ