উত্তুরে হিম

ছাইরাছ হেলাল ২৭ জানুয়ারি ২০২১, বুধবার, ১০:৪১:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

 

আ-তীব্র উত্তুরে হিম আর অভেদ্য কুয়াশায়
কল্পনা-আকাঙ্খার ফানুস, আড়ে বহরে বৃহৎ,
সুদর্শন-দুর্দশার দ্বারগুলো উন্মুক্ত করে
শুধুই ডাকে, আড়-চোখের ভাঁজে;
মুক্তি-সুখ বিলাবে অকাতরে, নিরন্তর-নির্ঘুমে।
সকল ব্যাধি-নিরাময়ে;
চোখে রক্ত তুলে/ইনিয়ে-বিনিয়ে ভয়-ও ছুড়ে দেয়
না-ভাঙ্গা শপথের দিব্যি দিয়ে।

পাশ ফিরে, আলস্যে গা-এলিয়ে আড়মোড়া ভেঙ্গে ভাবি,
এই শীতে আমি-ই একমাত্র বা শেষ প্রেমিক নই; নিয়তির;
ট্যারা চোখের রূপান্তরিত মিথ্যের জোয়ারে
অসৎ অদূরদর্শী দাবা প্রভুর মিসকে ফিসফিসানি পথ-নির্দেশ!
কী-ভাবে চকিতে গর্ত খুঁড়ে ঠেলে ফেলে দিতে হয়!!
ফাঁদ আড়াল করে!!

সময়,
এই এমন শীত-ও অতিক্রম করে, উপেক্ষার আদলে,
আশীর্বাদ উন্মুখ সুখি উদ্যানে, সৌন্দর্য-হৃদয়ে,
মলিন পরিধির ছায়া-শরীর পেছনে ফেলে,
কস্তুরির গন্ধ মেখে।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ