আটপৌরে

নীলাঞ্জনা নীলা ২৬ আগস্ট ২০১৬, শুক্রবার, ১০:৫৪:৪৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ৩৮ মন্তব্য

আমার নীল...
আমার নীল...

একটি আটপৌরে কবিতা লেখার ইচ্ছে রাখি,
দ্রোহ কিংবা প্রেম নয়।
স্বপ্নহীন কঠিন বাস্তব এক জীবনের কথা বলার জন্যে
অনেকগুলো শব্দ চাই আমার---
মানবিক হৃদয়ে শিল্প ঘরাণার যে শাশ্বত জ্ঞান
চিন্তার দ্রাঘিমাকে গ্রাস করে নেয়,
আমি সেখানে বড্ড বেমানান।
তাই নৈঃশব্দর কোলাহলে শিল্পকলার নিজস্ব এক ঘর বানাতে চাই;
প্রেম এবং অ-প্রেমের পৌনপুনিকতার থেকে সরিয়ে নিয়ে হতাশার অন্ধকারে,
স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের একাত্মতা দেখার জন্যে কতো কতো আবেগ ভাঙ্গি,
একটি সফল পংক্তির জন্য অক্ষরের সাথে অক্ষর জোড়া দিতে দিতে
কতোকিছুই যে হারিয়ে ফেললাম!
বুঝে গেছি আমায় দিয়ে কখনো হবেনা কোনো কবিতা...
এদিকে সুমনের গানটা কানের কাছে এসে গুনগুন করে :
"হাল ছেড়ো না বন্ধু...।"
আবারও আটপৌরে একটি কবিতা খোঁজা শুরু করি---
আর তখন অনুভূতিহীন আবেগ,
সেই একই বর্ণান্ধ নীলেই মৃত নক্ষত্রের মতো ছিঁড়ে পড়ে।

হ্যামিল্টন, কানাডা
২৩ আগষ্ট, ২০১৬ ইং।

**আমার স্যার এসেছেন ব্লগে। উনাকে দেখে এতোটাই ভালো লাগছে যে কি বলবো। স্যারের সাথে কথা হলো, উনি ব্লগের সেভাবে কিছুই বোঝেন না। ফোনে বলে বলে শিখিয়ে দিয়েছি। উনি প্রথম পৃষ্ঠায় প্রায় সকলেরই পোষ্ট পড়েছেন, কিন্তু কিভাবে মন্তব্য করতে হবে এখনও বুঝে ওঠেননি। সবার কাছে আমার অনুরোধ স্যারকে কেউ যেনো কখনো ভুল বুঝবেন না এ কারণে। আর অনেক ব্যস্ত থাকেন, তাই নিয়মিত আসতেও পারবেন না এটাও বললেন। আমি তবুও স্যারকে অনুরোধ করেছি সপ্তাহে একটি দিন যেনো আসার চেষ্টা করেন। আপনাদের সহযোগীতা একান্ত প্রয়োজন। সবাই ভালো থাকুন।  -{@

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ