অভিসার

সুপর্ণা ফাল্গুনী ১৫ জুন ২০২১, মঙ্গলবার, ১২:৫৩:২৩অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

খোলা পিঠে ভেজা মেঘের আনাগোনা, দুষ্টু বাতাসে আলিঙ্গনে মাখামাখি;
তেজদীপ্ত সূর্যটা কপোলে বসে খেলছে ছোঁয়াছুঁয়ি- অশুচি নিয়ম ভঙ্গ করে।
ছোট্ট পাখিটা বৃষ্টিস্নাত কুন্দলতায় দুলছে কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলে।
রাতের বাসি প্রেম মুখ লুকিয়েছে পরিপাটি চাদরের নিচে;
প্রেমিক তুমি অভিসার রচিছো শুভংকরের ফাঁকি মেপে।
অঝোর বৃষ্টিতে ছিদ্রিত মন চুপসে গেল দলছুট রঙ্গনের মিতালী সেজে।

শুকনো পাপড়ির ভাঁজে কামনার সুগন্ধি রুমাল,
কন্ধরে জড়িয়েছো স্বর্ণলতিকা;
হাতযুগলে বেঁধেছো জ্যোৎস্না রাঙা দুধেল শঙ্খের কঙ্কণ।
রক্তিম আস্তরণে ঢেকেছো সিঁথির মেঠো পথখানি;
ললাটে আসন বিন্যাসিত লালচে জবার পাপড়িতে।
কামনার গোলাপ রাঙ্গা রাত্রিতে আদিম খেলায় মেতে ওঠে বন্য-শরীর।

ছবি-গুগল

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ