অপসৃত ছায়া

হালিম নজরুল ৭ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৮:৪৩:২৪অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

আলোর সন্ধানে আমরা হাঁটতে শুরু করলাম------
একটি জ্যোতির্ময় শহরের দিকে।
তোমার গায়ে তখন আতরের বাজনা;
পায়ে নুপুরের ঘ্রাণ।
আমি নি:শংকোচে ত্রাণ নিতে নিতে-------
পৌঁছে গেলাম একেবারে ল্যাম্পপোষ্টটার নীচে।

তারপর!তারপর বুঝলাম তুমি অন্ধকার ভালবাসো।
ঘড়িটা আমাদের চোখ ফেরালো বিপরীত মেরুতে।

অতপর আমাদের ছায়াদুটো বড় হতে হতে---
একদিন হাওয়াই মিলিয়ে গেল
ঠিক কৈশরে দেখা পূবাকাশের রকেটের মতন।
---------------------------0 0----------------------

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ