অনড় অভিমান

সাবিনা ইয়াসমিন ২৭ জুন ২০২০, শনিবার, ১১:০৪:৩৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

ইদানীং অভিমান গুলো খুব জ্বালাতন করে,
সময়-অসময়ের ধার-ধারেনা
মানে না বেলা-অবেলার নিয়ম-নীতি,
একগুঁয়ের মতো ল্যাপ্টে থাকে অষ্টপ্রহরের প্রহরীর মতন ;

ছিটেফোঁটা অভিমান গুলো পিছু ছাড়ে না,
কি এক অপার্থিব মোহে জড়িয়ে থাকে প্রবল আক্রোশে,
ছড়িয়ে যায় স্নায়ু থেকে স্নায়ুতে
রন্ধে-রন্ধে বইতে থাকে উষ্ণতম শিরায়,
পিছু ছাড়ে না,
নিবিড় আলিঙ্গনে ঝাপটে রাখে প্রিয়তমের মতন।

পথভোলা অভিমানেরা হঠাৎ করে ঢুকে পড়ে
ঘাপটি মেরে বসে এলোচুলের অরণ্যে,
মৃদুমন্দ হাওয়ায় লুকোচুরি খেলে যায়
এলোচুলের ভেজা অরণ্যে.
উঁকি-ঝুকির মানে বোঝে না নাছোড়বান্দা অভিমানেরা।

ক্ষণে-ক্ষণে বুকের মাঝে চিলকে উঠে বজ্রপাতের ঝড়
উড়ে যায় শ্বাস-আশ্বাসের খড়কুটো,
ভেঙে যায় পাঁজর।
আমৃত্যু-অমরত্ব নিয়ে বেঁচে থাকে অভিমানেরা
আত্মসম্মানের শব-সভায়।

★ অ-কবিতা
* ছবি-নেট থেকে নেয়া।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ