অগুনতি চিঠির ঝাঁক

ছাইরাছ হেলাল ১৭ মে ২০২০, রবিবার, ১০:৫৬:৪৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

ভাবছি, পাঠিয়ে দেবো আকাশের পানে
দৈনন্দিনের ভাবনা-লিপি,

অজস্র জোনাক-ঝোপের ঠিকানা,
চুপিসারে বসে থাকা স্তব্ধ-পুকুরের ঠিকানা,
ধু ধু মাঠে প্রেতাত্মার ঘূর্ণাবর্তের সাবধানতা,
অস্থির-চিত্ত হরিণীর দু’চোখের মাপ,
অহংকারী হাওয়ার উদ্দীপনা
হিংসুটে হাওয়ার ও;
অবশ্য-স্পর্শের বিদ্যুৎ-চমকের না।

সাথে থাকার আশ্বাসে ভ্যা করে কেঁদে দিলে
মাথা নেড়ে হু হু হুম হুম করা অট্টহাসি
থামিয়ে দেয়ার।

অবশ্য
ঠিকানা খুঁজে খুঁজে পেরেশান-হয়রান
হচ্ছি না আর;

অভীষ্ট ঠিকানায় ঠিক পৌঁছে যাবে
ঝাঁক বেঁধে অগুনতি চিঠি
যুক্তি তর্কের আড়ালে।

ছবি নেটের।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ