স্বপ্ন-পুরীর স্মৃতি

ছাইরাছ হেলাল ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার, ০৯:৫১:২৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

 

পিনপিনে নাকি-কান্নার এক নিশীথ-নিষিদ্ধ ঘুম শেষে
দাড়িয়ে আছে অপেক্ষায়, কখন সকাল হবে,
শিরশিরের হিম বাতাসে হেমন্ত বিন্যাস লাজুক অধিকার নিয়ে;
অপেক্ষা রৌদ্র যৌবনের,
ভেসে যেতে চায় প্রকৃতির অধিকারে,এ বেলায়;

ঘুণ-পোকার নিঃশব্দ বিচ্ছিন্নতার কথা কেউ হিসেবে নেয় না।

সঙ্গিন-প্রেম যা শুধুই স্মৃতির মহড়া,
বাসা বেধেছিল হৃদয়ের সবটুকু জুড়ে একটু একটু করে;
প্রায়শ্চিত্তের স্বপ্ন-পুরি স্মৃতির দ্বারে দেন-দরবারের নিঃশ্বাসে,

সময়ের কুহকে হারিয়ে যেতে যেতে ক্ষণিকের ফিরে তাকানো
আদিপনার নিরাপদ হাওয়া থেকে নিরুপদ্রতায়।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ