এই-যে এই বিনিদ্রের অটল ভূবনে,
প্রতিনিয়ত সঙ্গ দেয়
লিখিত-অলিখিত লেখাগুলো,
স্বপ্নাচল ছুঁয়ে ছুঁয়ে;
সুঘ্রাণ স্যানিটাইজারের শীতলতা দিয়ে
হাত ধুইয়ে দেয়;
রোদ-বৃষ্টির আবাহন নিয়ে গুঞ্জনের সুর তোলে
রৌদ্রোজ্জ্বল দিনে, বা নাক ডাকা ঘুম ঘুম প্রহরে;

বন্যা উপদ্রুতার স্রোত ছাড়াই
দ্বিধাহীন ভাবনা-ভেলায় বয়ে নিয়ে যায়;
নিষিদ্ধ আড্ডা ভুলিয়ে স্বর্গোদ্যানে
নিরাল নিরিবিলিতে হাঁটতে দেয়;

হস্তিনাপুরের চাবিটি কিছুতেই
হাতছাড়া করতে চায় না।

ছবি, নেট থেকে।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ