একটি মূহুর্তের অসতর্কতা, অন্যমনস্কতা বড় ধরনের বিপর্যয় আনতে পারে। আমাদের সোনেলা ব্লগের অতি প্রিয় ব্লগার, আমাদের স্বজন নীলাঞ্জনা নীলা, আজ কর্মস্থল থেকে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে একটি মারাত্মক গাড়ি দূর্ঘটনার স্বীকার হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার পেলভিক ফ্রাকচার ধরা পড়েছে। তবে আল্লাহ্র অশেষ রহমতে তিনি বিপদমুক্ত আছেন। সোনেলার সকল ব্লগার কে তার জন্য প্রার্থনা করতে বলেছেন।
আমাদের প্রিয় ব্লগার শিঘ্রই সুস্থ হয়ে যাতে আমাদের ফিরে আসতে পারে, তার জন্য মনেপ্রাণে দোয়া করছি।
প্রিয় ব্লগার নীলাঞ্জনা নীলা, উই মিস ইউ।
আপডেটঃ
মেজর ফ্র্যাকচারের কারনে তার ব্যাথা অনেকদিন যাবতই থাকবে। আশার কথা হচ্ছে, কোন সার্জারি লাগবেনা। তবে ইমমোবাইল থাকতে হয় অনেকদিন। মাথায় ষ্টিচ করতে হয়েছে ছয়টি। সম্পুর্ন সুস্থ্য হতে প্রায় তিন মাস সময় প্রয়োজন হবে।
Thumbnails managed by ThumbPress
৩৮টি মন্তব্য
অনিকেত নন্দিনী
একি হলো নীলাদি?
জলদি সেরে উঠুন। 🙁
ছাইরাছ হেলাল
আমরা তাঁর আশু সুস্থতার জন্য দোয়া করছি।
অরুনি মায়া
ব্লগে ঢুকেই এমন একটা খবর পাব তা আশা করিনি | আসলেই আল্লাহ্র কি ইচ্ছা ,এক মুহূর্ত পরেই কি হবে কেউ জানেনা | নীলা আপু ভাল আছে জেনে শান্তি পেলাম | আপুর দ্রুত সুস্থ্যতা কামনা করছি -{@
ভোরের শিশির
উনার দ্রুত আরোগ্য কামনা করছি।
জিসান শা ইকরাম
দ্রুত সুস্থ্য হয়ে আবার সোনেলায় ফিরে আসুক নীলা।
আল্লাহ্র অশেষ রহমত যে বড় ধরনের একটি বিপদের হাত হতে নীলাকে বাঁচিয়েছেন।
শুভ কামনা।
শুন্য শুন্যালয়
নীলাপু 🙁
রাস্তা পার হতে গেলে এমন অন্যমনস্ক হলে হবে? জলদি সুস্থ হয়ে ফিরে আসো আপু। -{@ (3
আবু খায়ের আনিছ
দিদি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে এই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে।
সিকদার
প্রিয় ব্লগার নীলাঞ্জনা নীলা দ্রুত সুস্থ হয়ে উঠুন আপনার ব্লগীয় চঞ্চলতায় আমাদের সবাইকে মাতিয়ে তুলুন । -{@ -{@
মারজানা ফেরদৌস রুবা
দ্রুত সুস্থতা কামনা করছি।
শীঘ্রই ফিরে আসুন আবার আমাদের মাঝে চঞ্চলা-চপলা নীলাঞ্জনা নীলা।
(3 অনেক শুভকামনা রইলো।
স্বপ্ন নীলা
অনেক দিন থেকে ব্লগে তেমন ঢু দেয়া হয় না, কিন্তু আজ একটু অবসরে ব্লগে ঢু দিয়েই মনটা খারাপ হয়ে গেল ——–
এই দিদি !! আরে দুর একটুও চিন্তা করো নাতো !!! আমাদের সবার দোয়া তোমার সাথে আছে — শুধু তুমি প্রোপার রেস্ট নাও আর ডাঃ এর প্রেসকাইব্ড ঔষধগুলো ঠিকঠাকমত খাও-হুমমম সেইসাথে ডাঃ যেমনি বলবেন ঠিক ঠিক সেইভাবে চলবে কিন্তু !!!!! যদি তুমি এদিক সেদিক করেছো তো তোমার সাথে আড়ি আড়ি আড়ি !! আমি দ্রুতই আমার নীলাদিকে সুস্থ দেখতে চাই —- এত্তগুলো শুভকামনা পাঠিয়ে দিলাম —-
অপার্থিব
উনার দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সঙ্গে রাস্তা পার হওয়ার সময় সবার আরো বেশি সতর্কতা আশা করছি।
অরুণিমা
খুব খারাপ লাগছে। তাড়াতাড়ি আরোগ্য কামনা করি।
মরুভূমির জলদস্যু
নীলা আপুর দ্রুত সুস্থতা কামনায় দোয়া রইলো।
নাসির সারওয়ার
সব দূর্ঘটনাই বেদনাদায়ক, আর তা যদি হয় কাছের কারো, তা তো বেশ কষ্টদায়ক।
আমার প্রার্থনা রইলো নীলা আপুর জন্য।
শুভকামনা।
সঞ্জয় কুমার
ওনার দ্রুত সুস্থতা কামনা করি ।
মোঃ মজিবর রহমান
আল্লাহ তাঁকে তড়াটাড়ি সুস্থ করে দাও। আমরা তোমার বান্দা তোমার কাছে প্রার্থনা তাঁকে সুস্থ করে দাও।
ছাইরাছ হেলাল
আমাদের আপডেট জানালে ভাল হয়।
শুন্য শুন্যালয়
ব্যথাটা বেড়েছে, যেটা এমন মেজর ফ্র্যাকচারে অনেকদিন যাবতই থাকবে। আশার কথা হচ্ছে, কোন সার্জারি লাগবেনা। তবে ইমমোবাইল থাকতে হয় অনেকদিন। ভাল হয়ে উঠুন সে শীঘ্রই কামনা করছি।
ছাইরাছ হেলাল
স্বজনের খোঁজ রাখছেন ও জানাচ্ছেন দেখে ভাল লাগল।
প্রকৃত পরিবার ভুক্তি একেই বলে।
মোঃ মজিবর রহমান
শুভকামনা রইল।
আপনাকে ধন্যবাদ জানানর জন্য।
ভোরের শিশির
হালনাগাদ করায় আপনাকে অনেক ধন্যবাদ শুন্য শুন্যালয়।
আশা করছি উনি দ্রুতই পুরো সুস্থ হয়ে উঠবেন…
সৃষ্টিকর্তা সহায় হোন।
ইমন
ইশ আল্লাহ 🙁 আপু দ্রুত সুস্থ হয়ে উঠুন। 🙂
আমির ইশতিয়াক
নীলাঞ্জনা নীলা আপুর দ্রুত সুস্থতা কামনা করছি।
মৌনতা রিতু
দ্রুত আরোগ্য কামনা করছি।ইনশাল্লাহ্ তাড়াতাড়ি সব ঠিক হবে।
ইলিয়াস মাসুদ
মনটা খুব খারাপ হয়ে গেল উনার দূর্ঘটনার সংবাদ দেখে…
প্রিয় এক বন্ধু হটাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ছিল ওকে দেখতে ছুটে গিয়েছিলাম টরন্টো,ওকে দেখে অসতে মাঝ পথে উনার দূর্ঘটনার সংবাদ দেখে যার পর নেই কষ্ট পেয়েছি….
উনার অতি দ্রুত সুস্থতা কামনা করছি
তানজির খান
আপি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন সেই দোয়া রইল। কাল জানার পর থেকেই খুব খারাপ লাগছে।
পারভীন সুলতানা
ব্লগে আজকাল ঢোকাই হয় না। কিছুটা অসুস্থতা , দ্বিতীয়ত একুশের বই’র কাজে ব্যাস্ত। মনটা খারাপ হয়ে গেল। আসলে আমরা সবাই নিয়তির হাতে ক্রিড়ানক, এক সেকেন্ডের ভরসা নেই।
সান্ত্বনা আঘাত বেশ মাঝারী আকারের হলেও , সামলে নিয়েছেন। নিজে ডাক্তার বলেই বলছি, নিয়ম মেনে চলুন, অচিরেই ভাল হয়ে যাবেন।অনেক অনেক আশিস আর দোয়া রইল। যদি কোন রকম কাজে লাগতে পারি জানাবেন।
দীপংকর চন্দ
বেদনাদায়ক!!
প্রার্থণা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠুন, ফিরুন আবার প্রাণোচ্ছলতায়।
অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
শুভ মালাকার
শ্রষ্টার অশেষ কৃপায় তিনি (নীলাঞ্জনা নীলা) অতি অল্প সময়ের মধ্যেই ভাল হয়ে উঠার জন্য করুনাময়ের কাছে প্রার্থনা করছি।
ড্রথি চৌধুরী
আল্লাহ!!! ঢুকেই এমন খবর পাবো ভাবিনি !!!
আপু তারাতারি সুস্থ হয়ে উঠুক!
🙁
ইমরান হাসান
নতুন এসেছি ব্লগে এসেই এরকম একটা খবর শুনতে হল , অনেক কষ্ট পেলাম । খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন , নিলাদি 🙁
ব্লগার সজীব
নীলাদি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের মাঝে এই কামনা করি।
রিমি রুম্মান
নীলা’দি, জলদি সেরে উঠো এই প্রার্থনা করি।
তোমার এমন ব্যথাতুর মুখ দেখে ভেতরে কেমন যেন মোচড় দিয়ে উঠল।
সৃষ্টিকর্তা মহান। 🙁
ব্লগ সঞ্চালক
সহ ব্লগারের প্রতি আন্তরিকতা প্রদর্শন করায় সবাইকে সোনেলার পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ।
ফ্রাঙ্কেনেস্টাইন
অনেকদিন পরে এসে এটা কি দেখছি? ;(
মিথুন
আপনার দূর্ঘটনার কথা শুনেছি আপু। সোনেলাতে এসে মন খারাপ লাগছে, আপনার সেই মিষ্টি হাসি মিস করছি। আসুন তাড়াতাড়ি সুস্থ হয়ে। আপনার অপেক্ষায় আমরা সবাই। শুভকামনা আপু।
নীলাঞ্জনা নীলা
এতো ভালোবাসা কোথায় রাখি! এখনও বেশীক্ষণ বসতে পারিনা। তবে এটুকু জানি ঠিক পেরে যাবো।
সবার এতো প্রার্থনা, ঈশ্বর কি ফেলতে পারেন?
অফুরান ভালোবাসা সকলের জন্যে। 🙂 -{@
ইঞ্জা
চোখের কোনে পানি চলে এলো, আমার প্রিয় বোনটির এমন দুর্ঘটনা হয়েছে শুনে খুব কষ্ট পাচ্ছি, আপু আমরা আছি আপনার সাথে, দরকার হলে বলুন চলে আসবে এই ভাই, মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা দ্রুত সুস্থ করে দিন আমাদের এই প্রিয় বোনটিকে, আমীন।