
গতরাতে তোমার শরীরের গন্ধে যখন পুড়ছিলো মন
আকুন্ঠ তৃষ্ণা মেটাবো বলে হৃদয় ভেঙ্গে চৌচির,
উন্মাদ তরঙ্গ তব অলিখিত চুক্তি ভেঙ্গে ফিরে আসে
তলপেটের গোড়ালীতে আঘাত হানে, আমি নির্বাক চেয়ে রই।
কিছু স্বপ্ন মহাজাগতিক বৃত্তের কেন্দ্র বিদীর্ণ করে
শুক্র-বীজ বোনে পৈশাচিক উন্মাদনায়
তোমার সুঢৌল বিস্তীর্ণ বুকের জমিনে ঐকান্তিক আক্ষেপে-
যেন বুনে যেতে চায় প্রজন্মের দ্বিতীয় সূতিকাগার।
নিঃশ্বাসের ঝড়ো হাওয়ায় পাল ছিঁড়ে ভুল গন্তব্যে ধেয়ে যায়
উদ্দাম যৌবন তরনী আমার, বেসুরো কন্ঠে গেয়ে উঠি-
খোল দ্বার- খোল দ্বার; ওহে চির যৌবনাবতী "সোনালী"-
দেখো দুয়ারে তোমার সপ্তাচার্য্য লয়ে উপনীত প্রেম।
তারপর বিক্ষুব্ধ উইপোকার মতোই নিঃশব্দে বিচরণ
তোমার শরীরের ভাঁজে- খাঁজে- নাভীমূলে জমে থাকা অমিয় পিয়ে,
হিমালয়ের অন্নপূর্ণা আর কাঞ্চনজঙ্ঘা ডিঙিয়ে নেমে যাই -
নায়াগ্রার অপরূপ সৌন্দর্যের অপূর্ব অববাহিকায় ।
সহস্র শতাব্দী ধরে তৃষ্ণার্ত অন্তরে যতটুকু ছিলো অভিলাষ
দিয়েছিলে তুমি সবিই ছিলো যতো সঞ্চয়ে ক্ষণতরে করোনি হতাশ,
স্বার্থক হয়েছে মোর অকুণ্ঠ ভালোবাসা তবুও মানে না এই প্রাণ-
আমৃত্যু যেন থাকে সোনালীর বাহুপাশে উন্মাদ এক ত্রিস্তান।
Thumbnails managed by ThumbPress
২৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
ভয়ানক প্রেমে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি!
এমন প্রেমিক কেবল সোনালীই সামলাতে পারবে।
ইয়ে,,,, মানে সোনালী কি দ্বার খুলেছিলেন? নাকি দরজায় দাড়িয়েই ত্রিস্তান কবিতার পতাকা উড়িয়েছে? 😜😜
ত্রিস্তান
সোনালী তখন কবিতায় জলকেলিতে মত্ত ছিলো হা হা হা 😀
সুপর্ণা ফাল্গুনী
বাপরে বাপ!কি প্রেম, আবেগে টইটুম্বুর । আমরাও চাই আপনি আমৃত্যু এমন প্রেম সূধা পান করুন। শুভ কামনা রইলো আপনার জন্য
ত্রিস্তান
হা হা হা 😀 অনেক অনেক শুভকামনা আপু❤️
ফয়জুল মহী
সুন্দর লেখনী ,ভালো লাগলো ।
ত্রিস্তান
ধন্যবাদ দাদাভাই 😍
কামরুল ইসলাম
সুন্দর রচনা শৈলী,
খুব ভাল লেগেছে পাঠে ।
ত্রিস্তান
অনেক অনেক ভালোলাগা দাদাভাই। ভালো থাকবেন সবসময় 😍
সুরাইয়া পারভীন
ভাগ্যিস আমি কবিতা বুঝি না
তাই যথার্থ মন্তব্য করতেও পারছি না
তবে ভালোই হয়েছে মনে হচ্ছে।
ত্রিস্তান
থাক আপনাকে আর কষ্ট করে কবিতার পাঠোদ্ধার করতে হবে না, নিজের খেয়াল রাখুন। ভালো থাকুন। শুভ কামনা অশেষ।
এস.জেড বাবু
হিমালয়ের অন্নপূর্ণা আর কাঞ্চনজঙ্ঘা ডিঙিয়ে নেমে যাই –
নায়াগ্রার অপরূপ সৌন্দর্যের অপূর্ব অববাহিকায় ।
ভয়ংকর বিচরণ ক্ষমতা/ ভাবনা।
কোথায় হিমালয় আর কোথায় নায়াগ্রা- গভীরতর/ রোমাঞ্চকর প্রেমময়ী অভিযাত্রা।
দারুন লেগেছে ভাইজান।
মুগ্ধ।
ত্রিস্তান
হা হা হা দাদাভাই 😍😍
কৃতজ্ঞতা অনিমেষ ।
ছাইরাছ হেলাল
দোর্দণ্ড/দুরন্ত প্রতাপে পুড়েছিল ইসল্ট/ইজল্ট!
পুড়েছিল ত্রিস্তান! কে কাকে কখন অগ্নিবাণ ছুড়েছিল কে জানে! বরফ-স্রোত এড়িয়ে;
পুড়ে খাক হোক, তবুও জেগে থাকুক গনগনে আগুন চুল্লি!
সত্যি বলছি, মন্তব্য করার জুতসই শব্দ/বাক্য পাচ্ছি না।
ত্রিস্তান
ভালোবাসা বুঝি এমনি হয় দাদাভাই? প্রতি মুহুর্তকে শ্রদ্ধা।
ছাইরাছ হেলাল
‘ভালুবাসা’ কেমনে হয় জানতে পারিনি।
কবিদের লেখা পড়ে-টড়ে আন্তাজ-অনুমানের চেষ্টা নেই মাত্র।
চালু থাকুক এই কাব্য-কথা অহর্নিশ।
ত্রিস্তান
হা হা হা ভাইয়া দারুন বললেন।
সুপায়ন বড়ুয়া
“স্বার্থক হয়েছে মোর অকুণ্ঠ ভালোবাসা তবুও মানে না এই প্রাণ-
আমৃত্যু যেন থাকে সোনালীর বাহুপাশে উন্মাদ এক ত্রিস্তান।“
সোনালীর বাহুপাশে উন্মাদ প্রেমিককে স্বাগত জানাই।
অনেক ভাল লাগলো। শুভ কামনা।
ত্রিস্তান
অনেক ধন্যবাদ ভালোলাগা আর কৃতজ্ঞতা সুপায়ন দাদা। ভালো থাকবেন সবসময় 😍
রেহানা বীথি
দুর্দান্ত প্রেমিক হৃদয়, দুর্দান্ত কবিতা।
ত্রিস্তান
ভালোবাসা এবং শ্রদ্ধা অনিমেষ ❤️
পর্তুলিকা
দারুণ, দুর্দান্ত। এটা পড়ার পর প্রেম করতে মন চাচ্ছে।
ত্রিস্তান
আচ্ছা, তাইলে তো সোনেলা পরিবার একটা অনুষ্ঠানের আয়োজন করে আপনাকে প্রেমের রাজ্যে স্বাগতম জানানো দরকার 🌹🌹 হা হা হা কি বলেন ভাই…
তৌহিদ
হিমালয় আর কাঞ্চনজঙ্ঘা!! সামলানো মুশকিল। পারবেনতো?
ত্রিস্তান
সেটাও কথা ভাই, একেতো দুর্গম তার উপর সর্বোচ্চ 😄😄
আরজু মুক্তা
সোনালির মসৃণতায় অবগাহন।
ত্রিস্তান
কবি তার কবিতায় হিমালয় থেকে নায়াগ্রায় যেতে কয়েক সেকেন্ড লেগেছিলো। ভালো থাকবেন সবসময় 😍
জিসান শা ইকরাম
এমন আগুন ঝরা কবিতা প্রথম পড়লাম আপনার কবিতায়,
পুড়ে অঙ্গার হওয়াও যেন স্বার্থক হবে 🙂
অনেক ভাল লেগেছে কবিতা।
ত্রিস্তান
কৃতজ্ঞতা অনিমেষ দাদাভাই আপনার অমূল্য অনুপ্রেরণার জন্য ❤️