সহচর

আরজু মুক্তা ১০ জানুয়ারি ২০২১, রবিবার, ০৬:৪৭:০৩অপরাহ্ন অণুগল্প ২৪ মন্তব্য

গার্লস স্কুলের সামনে প্রতিদিন একজন লোককে ভিক্ষা করতে দেখা যায়। লোকটার পায়ে ঘা। আর ফুলে একাকার। রক্ত, পুঁজ আর কষ ঝরে। ছুটির পর কৌতূহল বশতঃ তার পাশ দিয়ে যাই। কিছুই জিজ্ঞেস করা হয় না। কিন্তু মনে মনে প্রশ্ন করি, কেমনে এখানে আসে? কে নিয়ে আসে?

গ্রীষ্মের আর রমযানের ছুটি এবার একসাথে। অনেকদিন স্কুল বন্ধ। সবাই একসাথে কোরআন পড়ি। মাঠে খেলি। মা বলে যতোবার খাবে ততবার ছোটদের ইফতার। ততোটা রোযা। মাঠে গিয়ে ছোটরা হিসেব করে, কয়টা রোযা হলো?

ঈদের পরদিন ভাই বোনেরা মিলে কোক কিনতে গিয়ে, ঠেলাগাড়িতে একজন কে দেখে চেনা চেনা লাগে। একজন মেয়ে তাকে ঠেলে নিয়ে বেড়ায়। আমার ভাই ওকে ২০ টাকা দিয়ে বলে, দুপুরে বাসায় খাস রহমত। বুঝতে পারি ওনার নাম রহমত।

দুপুরের পর মেয়েটার সাথে গল্প করে জানতে পারি ; ওর নাম প্রজাপতি। কী সুন্দর দেখতে ! ও নাকি রহমতকে বিয়ে করছে। কেমনে ?  প্রশ্ন করলে বলে,

আফা গো!  কে দেখবে এই ভেংরাটাকে?  রোযার আগের মাসে ওর পা দুটা কাইটা ফেলে। হাসপাতাল থেকে বের হয়ে দেখি, বারান্দায় পরে আছে। কেউ নাই। মাছি ভনভন করছে কাটা পায়ের উপর। মাছিগুলোকে তাড়িয়ে আমি সঙ্গি হলাম। কখনো বাসস্টপ, কখনো মানুষের বাড়ি, কখনো অফিসের সামনে।  রোদে গাছের তলে। যা টাকা পাই এক প্লেট ভাত কিনি। ওরে খাওয়ায় দেই, নিজেও খাই। কম টাকা হলে আলু ভর্তা। বেশি টাকা হলে ডিম।

বলে, তৃপ্তির হাসি দেয়।

জানেন গো আফা,  মাঝে মাঝে ও আমার মাথার উকুন বেছে দেয়। আশেপাশের ছেলে মেয়েরা আসে গল্প করে ম্যালা। টিটকারি ও করে। আমার নাকি রং লাগছে। গায়ের রং আরও ফর্সা হইছে আমার। কেউ কেউ বলে ল্যাংড়াটারে ছেড়ে দে। চল, বিয়ে করি।

আমি আবার এইসব কথায় কান দেইনা। মাঝে মাঝে বলি, তোর কী?  তোর চৌদ্দগুষ্টির কী?  ঐ ব্যাটাগুলো বুঝছেন আফা : নজর শুধু শইলের দিকে। বিয়া করলে শ্যাষ। আর একটা মাইয়্যা খু্ঁজবো। আমি কথা বাড়াই না। ঠেলা নিয়া আর এক জায়গায় যাই। দিন শেষে কয়েন গণিয়া দেখি, ভালোই রোজগার। গরম হইলে পার্কের মোড়টায় আশ্রয় নেই। রাত বাড়লে পথচারী, প্রেমিক প্রেমিকা সবার চলাচল আস্তে আস্তে শেষ হয়। তখন চাঁদের আলোয় আমাদের প্রেম শুরু হয়। ওর ভাওয়াইয়া গান শুনলে ভাত খাওয়ন লাগে না।

শুনশান নীরবতা আর ল্যাম্পপোস্টের কাব্যিক আলোয় মরা পচা পদদলিত  ফুলগুলো সুগন্ধ না ছড়ালেও স্বর্গীয় প্রেমে মাতাল হয়ে ছাপিয়ে দেয় বস্তাপচা প্রেমের কাহিনীগুলোকে।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ