সময় ও প্রকৃতির প্রতিশোধ

সুপর্ণা ফাল্গুনী ১ এপ্রিল ২০২০, বুধবার, ০৯:৪৩:১৬অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

হায়রে মানুষ, রঙীন মানুষ, রঙীন ফানুস!
সব বদ্ধঘরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে।
এ-বেলা, ও-বেলা ছুটোছুটি, লুটোপুটি সব আজ
জানালার কার্নিশে ঝুলে আছে।
নিস্তব্ধতার কাফনে জড়িয়ে পড়েছে মৃত্যুপুরী।
নেইকো চায়ের কাপে ঝড় তোলা,
নেইকো কপোত-কপোতীর ম্যাচিং ম্যাচিং সাজের বাহার-ওড়াওড়ি ,
নেইকো অসহ্য যন্ত্রণার হাইড্রোলিক হর্ণের দাপাদাপি;
নেইকো ন'টা পাঁচটা কর্পোরেট ছোটাছুটি,
নেইকো কোমলমতি শিক্ষার্থীদের হুরোহুরি স্কুলের এসেম্বলিতে‌।

চারদিকে শুনশান নীরবতার বলয়ে আটকে আছে
অস্থির, দূষিত শহরটা।
নিরাভরণ শহর- চৈত্রের খরতাপ
বিশুদ্ধ সমীরণে খেলিছে মনের আনন্দে।
বাতাসে নেই আজ সীসার আধিক্য ,
মরণ কামড় বসাতে না পেরে -
কার্বন ডাইঅক্সাইড ধুঁকছে ক্ষুধায়।
অপরত্রে অক্সিজেন বিশুদ্ধতায় ফুলে ফেঁপে
আস্ত ধরনী গ্রাস করছে অবলীলায়।

মানবসৃষ্ট কম্পন গুলো থমকে গেছে বিষাক্ত ভাইরাসে।
প্রকৃতির কম্পন উচ্চস্বরে হেসে উঠেছে, জেগে উঠেছে ;
এতো দিনের দাবানো অধিকার আদায়ে সোচ্চার হয়েছে।
শত শত বর্ষ ধরে বন্দিনী‌-মুক্ত হয়েছে
জুলুম, অত্যাচার, পরাধীনতা থেকে।
বিহঙ্গ-বিহঙ্গীরা সুরলহরীতে মেতেছে মনসুরের ছন্দ তালে।
প্রকৃতির আশ্রয়কে- নিজ আলয় ভেবে দাম্ভিকতায় গলাধঃকরণে;
আজ তারাই পড়েছে মরণব্যাধির নিগড়ে।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ