সংবাদপত্র

সুপর্ণা ফাল্গুনী ৩০ অক্টোবর ২০২০, শুক্রবার, ১২:০০:২১পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

 

তোমার বুকের উঠোন জুড়ে খেলা করে কত শত রঙ-বেরঙের শব্দ-মালা;
হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত অজস্র উত্তরের সমাহার নিয়ে।
সুখ-দুঃখ, আনন্দ বেদনার মিছিল সঙ্গ হয় ভোরের আলোয়,
ঝড়-ঝঞ্ঝাট, মেঘ-বৃষ্টি, কাঠফাঁটা রোদ নয়তো শৈত্যপ্রবাহ;
তবুও হাজির জানাতে 'সুপ্রভাত' হাজারো প্রতিবেদন সঙ্গে।
সহস্র বিজ্ঞাপনের ভীড়ে ভেসে উঠে নিত্যকার চাওয়া পাওয়ার পণ্যসম্ভার।

কত শত বর্ণমালা নানান ভাষায় রাঙিয়ে তোলে সংবাদ দাতা ;
অজস্র শিরোনামে পাঠকের জ্ঞানের পিপাসা পূর্ণ করো আপন মহিমায়।
সাদা-কালো, রঙ্গীন ছবিতে কত কথা যাও যে বলে এক নিমিষেই।
প্রতিবেদক আলো-আঁধারির অলিতে গলিতে সদাই করে আসা-যাওয়া;
উদন্তের খোঁজে দিবানিশি ছুটে বেড়ায় আপন-পর সব ভুলে।
সাহিত্য, অর্থনীতি, রাজনীতি, ফিচার, বিনোদন, রঙ্গমঞ্চ সবই পাই;
সেই সাথে খুন, রাহাজানি, ধর্ষণ, ব্যভিচার, অন্যায়-অত্যাচার তা-ও জানতে পাই ।
তবুও তোমাকে না পেলে দিনটাই হয়ে যায় বিবর্ণ, বিষণ্ণ, ছন্নছাড়া।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ