শেষ কোথায়

হালিমা আক্তার ২১ এপ্রিল ২০২১, বুধবার, ০১:১০:০৫পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

এসেছে উনিশে
বিশ কে করেছে বিশ্ব বিষময়
একুশে ও মিছিল চলছে,
কেউ জানেনা এর
শেষ সীমানার প্রান্ত মিলেছে
কোন দিগন্ত রেখায়।
চারদিকে নীল বাষ্পের ছোঁয়া
চাষ করছে সবুজ মাঠ
বেদনার কাঁটা বুকে নিয়ে
উড়ছে প্রজাপতি বিবর্ণ ডানায়,
চলে যাবে মহামারী
রেখে যাবে কিছু শূন্যতার ঘা
এভাবেই হবে কি শতাব্দীর ইতিহাস লেখা।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ