
শূন্যতার বিস্ময়, বিস্ময়ের শূন্যতা নিয়ে ভাবি
তৃপ্তি অ-তৃপ্তির এই যে অলংকার, পরাভব, ছবিমুখ-যাদুময়তা,
হারজিত, শোক-তাপের মনি-মুক্তো!
শেষের হিসেবের গরমিল, কোথায় কীভাবে মিলিবে/মিলাবে!!
নিশীথের নিষিদ্ধ-সিথানে ঘুমের ভান করে রাতভর
পরখ-পরীক্ষা, সবই তো বিফল-বয়ান, সমুদ্র-শব্দের মত
প্রার্থনায় (নকল)অগম্য বিধাতা।
মেহমান-সময়ের প্রশ্রয়ে পুলক-ইচ্ছেদের সাথে ধ্বনি তুলে উদয়-অস্তে
কলকল করে, দুলে-দুলে সুরে-সুরে রঙ-বেরঙের বাহারি রাংতায় মুড়িয়ে,
অতঃপর অচলতা সারিসারি, সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে;
এবারে ঘাত-সংঘাত বিছিয়ে/ছড়িয়ে দেবে শিরায় শিরায় পিথাগোরাসের নিয়মে,
জীবনের শেষাংশে-ও।
ছবি নেটের।
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
শূন্যে বিস্ময়, শূন্যই ধারণ করি । এ ভবে আমরা অতিথি ক্ষণিকের তার ই মাঝে আনন্দ, দুঃখ, বেদনা নিয়ে বাঁচি পিথাগোরাসের নিয়মে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন
ছাইরাছ হেলাল
সব কিছুই শেষ বিচারে হিসেবে আসবে, এটু মেনে বুঝে নেয়াই জীবন।
ভাল থাকবেন, আপনি ই প্রথম পাঠক থেকে যাবেন।
ভাল থাকুন।
কামাল উদ্দিন
রোল নং ২ 😀
ছাইরাছ হেলাল
এক নয় কেন!!
ধন্যবাদ।
তৌহিদ
কেউ স্বঘোষিত রাজা হলে যেমন সে রাজা নয় তেমনি মিথ্যে অহমিকায় মানুষ সাময়িক সুখানুভব লাভ করলেও সেই সুখ সত্য নয়।
হিসেবের অংক একদিন মিলে গেলে কেল্লাফতে। আশাকরি মুলভাব ধরতে পেরেছি ভাইয়া।
শুভকামনা সবসময়।
ছাইরাছ হেলাল
সহি ভাবেই ধরে ফেলেছেন,
শেষের হিসেব ই আসল হিসেব। যতি ফাল পাড়ি না কেন।
অনেক অনেক ধন্যবাদ।
হালিম নজরুল
এত সুন্দর করে উপমা যোগ করতে ইচ্ছে করে, পারিনা।
ছাইরাছ হেলাল
আপনি সব সময় ই এর থেকে ভাল পারেন, বেশি-ও।
এগুলাইন ভালু না, নকল-ফকল, কুড়িয়ে নেয়া ও বলতে পারতেন।
ভাল থাকবেন, আপনি নিয়মিত পড়ছেন এটি ই অনেক আনন্দের।
সাবিনা ইয়াসমিন
ধরে রাখতেই যাকে ছেড়ে দেয়া
সে ফিরে আসে বারবার,
বিন্দু হতে উৎপত্তি যার বৃত্তেই সে নির্ভার,
শূন্যতার আটপৌরে নাম বৃত্ত;
ছাইরাছ হেলাল
বৃত্ত ও অগাধ শূন্যতার আধার।
আমাদের এতেই ফিরতে হবে শুরুর মত।
ভাল থাকবেন।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর ভাবনার প্রকাশ কবি দা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
শামীম চৌধুরী
কলকল করে, দুলে-দুলে সুরে-সুরে রঙ-বেরঙে চলুক কবিতা।
শুভ কামনা রইলো ভাই।
ছাইরাছ হেলাল
ভাইদের দুয়ার চেষ্টা জারি আছে/থাকবে।
আপনি-ও ভাল থাকবেন।
আরজু মুক্তা
পাঠক কিন্তু ধরে ফেলেছে ভীরু হৃদয়। যতই হম্বি তম্বি। দোয়াতেও ফিস ফিস করে বলি ” প্রভু বাঁচাও! ”
বৃত্তের একদিকে সুখ আর একদিকে দুখ। এ নিয়ে পথচলা পূর্ণ হোক।
ছাইরাছ হেলাল
প্রভু-সমর্পন আমাদের থাকেই, আর তা লাগেও,
সেখানে হম্বি-তম্বি খুব ই অর্থহীন, আমরা তা জানি-বুঝি কিন্তু না-মানার ভান/ভনিতা করি।
শুভ কামনা আপনার জন্য।