শূন্যতায় বসবাস

ছাইরাছ হেলাল ২২ নভেম্বর ২০২০, রবিবার, ০১:১৯:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

 

শূন্যতার বিস্ময়, বিস্ময়ের শূন্যতা নিয়ে ভাবি
তৃপ্তি অ-তৃপ্তির এই যে অলংকার, পরাভব, ছবিমুখ-যাদুময়তা,
হারজিত, শোক-তাপের মনি-মুক্তো!
শেষের হিসেবের গরমিল, কোথায় কীভাবে মিলিবে/মিলাবে!!

নিশীথের নিষিদ্ধ-সিথানে ঘুমের ভান করে রাতভর
পরখ-পরীক্ষা, সবই তো বিফল-বয়ান, সমুদ্র-শব্দের মত
প্রার্থনায় (নকল)অগম্য বিধাতা।

মেহমান-সময়ের প্রশ্রয়ে পুলক-ইচ্ছেদের সাথে ধ্বনি তুলে উদয়-অস্তে
কলকল করে, দুলে-দুলে সুরে-সুরে রঙ-বেরঙের বাহারি রাংতায় মুড়িয়ে,
অতঃপর অচলতা সারিসারি, সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে;

এবারে ঘাত-সংঘাত বিছিয়ে/ছড়িয়ে দেবে শিরায় শিরায় পিথাগোরাসের নিয়মে,
জীবনের শেষাংশে-ও।

ছবি নেটের।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ