(আনন্দিত মনের ২টা কথা-
১. সোনেলার সকল বন্ধুদের প্রতি আন্তরিক ভালোবাসা .... লেখা আর পড়ার আনন্দ মিলেমিশে একাকার হোক ঊষার আঁধার-কাটা সোনালী আর লালের মতো..... নিঃস্বার্থ অনুভূতির দেয়া-নেয়ার অকপট দাবীতে সরব সচল সানন্দ থাকুন সোনেলার ঘরে, জানালায়, বারান্দায়, উঠোনে.......
২. সোনেলা প্রশাসনের প্রতি উদ্ভাসিত খুশীর হাসি, এই গরীবের আইডি টি সযত্নে লালনের জন্য..... এবার আর ছুটি নিব না.... কথা কথা কথা এককথা 🙂 )
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
তার কথা খুব হলো....... আজ তারে দেখি
আজ দেখাদেখি শেষে
পথ যদি শুরু
চোখ যদি খোলা
হাত যদি মুঠি
বুকে যদি জেদ
মাথা যদি টান.....
আজ দেখা শেষে
চোখে চোখ রেখে
পথ...... ষদি...... শেয.....
সবদিক ম্লান......
মন হারা প্রাণ.....
রাত ১২.০৫
৬জুলাই, ২০১৯
- - - - - - -
Thumbnails managed by ThumbPress
১০টি মন্তব্য
মাসুদ চয়ন
খুব সুন্দর লেখা।স্পর্শ স্পন্দন স্পষ্ট।
ছাইরাছ হেলাল
আবার -ও স্বাগতম, হে সুহৃদ।
কালে কালে সামান্য-ই কাল
আমরা আবার, এখানে এইখানে।
চোখে চোখ রাখছি না, তবে বুকে জেদ নিয়েই বলছি ,
এখানে পাশেই থাকব, ছিলাম যেমন।
বন্যা লিপি
নতুন মুখ।নতুন চোখের আলো!
স্বাগতম সোনেলার সোনালী রোদ্দুর ভরা উঠোনে। শুভ কামনা রইলো।
জিসান শা ইকরাম
@বন্যা লিপি, অন্তরা মিতুর সোনেলা আইডির বয়স ৬ বছর ৫ মাস ২৫ দিন।
তাকে শুভ প্রত্যাবর্তন বলা যায় 🙂
প্রদীপ চক্রবর্তী
নতুনত্বতার স্পর্শ কথন
বেশ ভালো লাগলো।
শুভকামনা আপনার জন্য।
জিসান শা ইকরাম
অনেক বছর পরে আবার এখানে,
শুভ প্রত্যাবর্তন।
সোনেলার অত্যন্ত সুহৃদ্ অন্তরা মিতু। যত্নে অবশ্যই থাকবে তার আইডি।
শুভ দৃষ্টি অত্যন্ত ভালো হয়েছে,
নিয়মিত দেখতে চাই অন্তরা মিতুর লেখা।
শুভ কামনা।
তৌহিদ
অভিনন্দন ও শুভকামনা আপু। সোনেলা তার সুহৃদ বন্ধুদের এভাবেই মনের টানে আঁকড়ে ধরে থাকে।
আপনাকে স্বাগতম।
সাবিনা ইয়াসমিন
সুস্বাগতম বলবো না ফিরতি স্বাগতম জানাবো! যেটাই বলি কম হয়ে যাবে। আপনি এসেছেন তাতেই আমরা আনন্দিত। সাথে ছিলেন সব সময়, পাশে থাকুন এটাই আমাদের সকলের চাওয়া।
ভালো থাকুন, নিয়মিত আসুন। শুভ কামনা অবিরত ❤❤
আরজু মুক্তা
চোখ খুলুন, নতুন পথ খুঁজে নিন।
শাহরিন
মিতু আপু স্মরণে আছে আমার নাম?
কবিতার মানে বুঝিয়ে বলো এবার।