পাওয়া…

অন্তরা মিতু ১৫ জানুয়ারি ২০১৪, বুধবার, ১১:০২:০১পূর্বাহ্ন বিবিধ ১১ মন্তব্য

-
মাঝখানে একজোড়া পাথরের দেয়াল
ভীষণ শক্তি ও কৌশল প্রয়োগে তা ভেঙ্গে ফেলার পরে,
একজোড়া কংক্রীট এর দেয়াল...
তা-ও ভাঙ্গা হলো;

এরপর ভারী কাঠের কারুকার্য, যেন অজন্তা-ইলোরার গাছ-ভার্সন
নির্মম হাতে সেই দুই শিল্পও টুকরো করা হলো;
এরপর প্লাই-উড এর আধুনিক ডিজাইন...
সহজতর হলো সেই দুই-দেয়াল ভাঙ্গার পদ্ধতিটুকু;

এবার সামনা সামনি
দেখা যাচ্ছে চোখ, দেখা যাচ্ছে ঠোঁট
দেখা যাচ্ছে কপাল – যেখানে পরস্পরের নাম লেখা...

পা ফেলতেই হোঁচট... হাত বাড়িয়ে দেখা গেল অত্যন্ত স্বচ্ছ কাঁচ,
মাঝে দাঁড়িয়ে বিচ্ছিন্নতার একরোখা দাবীতে অটল, অনড়...

এই দেয়ালটা ভাঙ্গতে হবে একসাথে,
দু’জনের এক একাগ্রতায়

দেখা যাচ্ছে দু’টি শরীর
দেখা যাচ্ছে চোখের ভাষা
দেখা যাচ্ছে অস্থির আত্মার ক্লান্তি

তোমার-আমার মাঝখানের এই শেষ আড়াল
যা আপাতদৃষ্টিতে আদৌ আড়াল নয়, ভাঙ্গতে হবে সাবধানে
যেন, কাঁচের ধারে কেটে না যায় মন...
বিক্ষত শরীরের রক্তে না হেরে যায় এতদিনের ধৈর্য্য ;

এসো শরু করি
সাবধানে
খুব সাবধানে....

আঙ্গুল থেকে খুলে আনি আমাদের হীরক...
.
.
.
১০.৩০ সকাল
১৫জানুয়ারী ২০১৪
-
বসন্ত....

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ